সরিসৃপ নই, তাই শীতঘুম আমাদের নয়। নন্দন আমাদের, একােডমি, হুল্লোর, বইপড়া, বাঙালির - তোমার-আমার। শীতের চা এর ধুম্র Silhoutte করে তোলে রাতজাগা কবিতার বইয়ের মলাট। প্রকাশনা দপ্তরে মুখের মিছিল, বিশ্বায়নের ঢেউেয় লোভের পেকেজ। ফ্লেক্স আর বেনারের রঙের আড়ালে চাপা থেকে যায় বহু সাদা-কালো জেদী পরাজয়। ঝালমুড়ি ঠোঙ্গা ফেলে সেলুট তাদের, Visuvius এর মত ঘুম ভেঙ্গে ছড়াক আগুন। নগরজীবন কারো জমিদারী নয়, এই স্রোত, এই কোলাহল, এই বই মেলা - আমাদের। কবির ভাষায়, 'যদি শীতকাল আসে, বসন্ত কী করে থাকে অনেক পিছিয়ে?'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।