আমাদের কথা খুঁজে নিন

   

শীতকাল

প্রসঙ্গ- শীতকাল গ্রীষ্ম কালের সবজি গুলোয় কোন মজা নাই । শিতের সবজিতেই বেশি মজা ...... আহা , আমার প্রিয় সময় এই শীত ...... ওলকপি , বাধাকপি, ফুলকপি, এই টাইপ এর প্রতিটি সবজি আমার মত সবাই পসন্দ করে বলে আমার ধারনা ..... শীতে এক্টাই সমস্যা , গোসল করা খুবই যন্ত্রণা দায়ক , শীতে গোসল না করা সরকারি বিধান করা উচিত আমি গ্রামের ছেলে, শীতে গ্রামের দৃশ্য গুলো দেখেছি কাছ থেকে, ধানক্ষেত, কৃষক , গরু, আর শীতে কষ্ট পাওয়া মানুষ ...... আমরা দুই ভাই, আমি আর বড় ভাইয়া , দুই জন প্রবল উৎসাহ নিয়ে শীতের পাখি সিকার করার ফাঁদ তৈরি করতাম , দুই জন জেতাম সেটা ধানক্ষেতে স্থাপন করতে , জদিও জুতা খোলার উপর প্রবল আপত্তি থাকার কারনে আমি কিছুই করতাম না দাড়িয়ে দাড়িয়ে শুধু দেখাতাম, ভাইয়া ফাঁদ গুলা স্থাপন করতো , কিন্তু উথসাহ শেষ হয়ে জেত ২ / ৩ পরই , কারন কোনদিন ফাদে কিছুই ধরতে পারি নাই আমার পাশের বাসার ছেলে গুলা প্রতিদিন পাখি ধরে নিয়ে আসতো আর আমরা মন খারাপ করতাম । কি আর করা তবে মাছ ধরায় পটু ছিলো আমার ভাইয়া , সে সব প্রকার বাবস্থায় মাছ ধরতে পারতো , কি হাতজাল, আর বড়শি, সিতের সময় ধানখেতের আর শাপলার ফাকে ফাকে শোল মাছ ঘুরে বেড়ায়, দেখা যায় , আমার ভাইয়া অইটা বড়শি দিয়ে ধরতে পারতো , আমার কাজ ছিলো অই গুলা ব্যাগ এ ভরা , আমি কোনদিন বড়শি দিয়ে মাছ ধরতে পারি নাই , হাতজাল ও ছুড়তে পারি না একদিন আব্বুর সাথে গিয়েছি মাছ ধরতে , উনি হাতজাল দিয়ে মাছ ধরলে আমার কাজ ছিলো ব্যাগ এ ভরা, সাথে করে কাগজ নিজে নিয়েছিলাম , মাছ ধরতে , আব্বু তাই দেখে বললেন , যা বাসায় যা , আমার সাথে আর মাছ ধরতে আসবি না ...... বড় ভাই এর সাথে ক্রিকেট খেলতাম, পিচ ছিলো উঠান , তখন রমজান মাস পড়ত শীতের সময়, (২০০০ - ২০০৫ সাল ) আমাদের বাড়িতে একজন তালেব এলেম রাখা হত, তারাবিহ এর নামাজ পড়ার জন্য , তাকে উইকেট কিপার বানাতাম ........ তবে শীতের সময় ধান কাটার পর যে কাজ গুলো হয় , সেসব আমাদের বাড়িতে কখনো হয়নি , এগুলো নানু বাড়িতে করা হত, মিস করেছি বোধ হয় সেসব , প্রতি সন্ধায় মায়ের হাতের এক কাপ খাঁটি গরুর দুধের চা , প্রতিটি সন্ধায় মিস করি , আম্মু এখনো বাড়িতে গেলে চা চাইলে বলে, রাত ৮ টার বেশি বেজে গেছে, এখন চা না ......... জদিও অনেক দিন শোনা হয়না আমার ছেলেবেলার শীত , আর এই সময়ের আমার শীতের মদ্ধে কোন মিল খুজে পাই না দিন গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় , ক্যালেন্ডারের পাতা প্রতিদিনই পুরানো হয় , হয়ত এভাবেই জীবন চলে ...... ইট, কাঠ আর জ্যাম এর এই শহরে, শীত জেকে বসার সময়ই পায় না , শীতের সাধ্য নেই অই পুরু ইটের দেয়াল ভেদ করে ভিতরে ঢোকার , তাই সে ফিরে যায় রাস্তার মানুষটার কাছে , যার গায়ে একটা মাত্র পিরান , কিংবা গ্রামের ওই মানুষটার বাড়ি, যার কাছে অনেক গুলো ময়লা কাপড় এক সাথে সেলাই করে তৈরি করা "লেপ "" ছাড়া আর কিছুই নেই ......... photo and post by ©orangetarek 28-11-2012

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।