আজ কতদিন ধরে আমার মন খারাপ, অথচ কেউ আমাকে সান্তনা দেবার দায়িত্বটুকু মনে করছে না.. সবাই যেন আরো খুশি.............. আমার এই অবস্থার জন্য...
আমার ঠিকমতো খাওয়া দাওয়া নেই, ঠিকমতো ঘুম ও নেই, সবই একটি বিলাই চোখের মেয়ের জন্য।।
ঘটনাটা মোটামুটি এইরকম....
আমার পরিবার থেকে অনেক দিন ধরে আমাকে চাপ দিতাছে , বিয়ে করার জন্য, অনেক কাঠখোর পেরিয়ে শেষে রাজি হলাম ....
রাজি হবার শুবাধে আমাকে অনেক মেয়ে দেখতে হলো .. আমার কোন মেয়েই পছন্দ হলো না.. আমার আত্নীয় স্বজন তখন আমার উপর ত্যক্ত-বিরক্ত...তারপর ও তারা হাল ছাড়ল না..
শেষে যে মেয়েটি দেখলাম আমার পছন্দ হলো, কিন্তু আমার পরিবারের কেউ পছন্দ করল না... আমি সিদ্ধান্ত নিলাম আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েটিকেই বিয়ে করব..
কিন্তু উল্টো পরিবার সিদ্ধান্ত নিলো জীবনে যদি বিয়ে ও না করায় তাহলে ও এই বিলাই চোখ ওয়ালা মেয়েকে বিয়ে করাবে না....
: বাবা, এই ব্যাপারে নিরব ভূমিকা পালন করেছে.. শুধু আমাকে একবার বলেছিল.. মেয়ের বিলাই চোখ চিন্তা কইরা দেখ..
: মাতো.. তেলে বেগুনে রেগে আগুন. তুই কি কস. এই বিলাই চোখওয়ালা মেয়েকে বিয়ে করবি.. তুই না বিলাই দেখলে ভয় পাস..
: আমি আবার কোন জীবনে বিলাই দেখে ভয় পাইলাম.. ... মা কড়মড় করে আমার দিকে চেয়ে রইল..
: বড় আপা,, কিরে তুই নাকি ঐ মেয়ের জন্য মজনু হয়ে গেছত.. একটা বিলাই চোখওয়ালা মাইয়া দেখে মজুন হওয়ার কি আছে,,, এই মাইয়া ছাড়া অন্য যেকোন মাইয়ার কথা ক...
: না, আমি এই বিলাই চোখ ওয়ালা মাইয়ারেই বিয়া করুম...........বড় আপা আমার দিকে হিংস বাঘিনীর মতো চেয়ে রইল......
: মেজো খালা তো পুরো বাড়ি তুইললা লইছে....... হাতেগোতে আমার একটা মাত্র বোনের পোলা , ও কিনা বিলাই চোখওয়ালা মাইয়া বিয়া করব.... দুনিয়াতে কি মাইয়ার অভাব পরছে নাকি.......দরকার পরলে আমার নিজের মাইয়ারে ওর কাছে বিয়া দিমু. তারপরও ও যেন কোন ভাবেই ঐ বিলাই চোখ ওয়ালা মাইয়ারে বিয়া না করতে পারে.....
আমি সিদ্ধান্ত নিয়ে নিসি, হয় এই মেয়েকে বিয়ে করব নাহয় জীবনে ও বিয়ে করব না.. ..... দেখি কোথাকার পানি কোথায় গড়ায়...............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।