আমি আসলেই শিরোনামহীন... কারন প্রতিটা ব্লগ লিখতে গেলেই আমি আর কোন শিরোনাম খুজে পাই না। । ।
রোযার মাস আসলেই সবচেয়ে বিরক্ত লাগে ঘর থেকে বের হতে। কিন্তু ক্লাসে তো যেতেই হয়।
ওঃ বিরক্ত কেন লাগে তা তো বল্লামই না। ঘর থেকেই বের হলেই পড়ি জ্যামে। আমার ভার্সিটি আমার বাসা থেকে মাত্র আধাঘন্টার পথ। কিন্তু এখন যেতে কতক্ষন লাগে জানেন?? জানেন না। লাগে এখন দেড় ঘন্টা।
কেন?? কেন??? আরে ভাই রোযা-রমযানে সংযম করবেন তা না এখনও বাইরে বের হওয়া লাগে? কই রমযান ছাড়া তো এরকম হয় না? এ থেকে কি বাঙ্গালী কখনও মুক্তি পাবে না??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।