আমাদের কথা খুঁজে নিন

   

কোন সে কারন!



৬)কোন সে কারন! কি জানি কি কারনে তোমার হৃদয়টা ঠিক নিজস্ব আকারে নেই। খামোখাই অস্হিরতা। খামোখাই রাগ। যদিও কারো সাথে বলছোনা কারো উপর ঝংকার দিচ্ছনা। তবুও তুমি কোথায় যেনো কি কারনে বিসুবিয়াস এর মত জ্বলছো।

আমি বললাম জানোতো .... আমার বন্ধু দীনা। ওর ও তোমার মত অবস্হা। খামোখাই অস্হিরতা। খামোখাই রাগ। তুমি একথা শুনে বললে হয়তোবা আকাশের নক্ষত্র গুলো ঠিক জায়গায় নেই।

হয়তোবা বাড়ী বদলেছে কোন কোন নক্ষত্র। নক্ষত্ররা বাড়ী বদলালে মানুষের মনে ছাপ পড়ে। এজন্যই তো দেখোনা ছুটতে থাকা তারার দিকে তাকিয়ে প্রার্থনায় যা চাইবে তাই হবে। কথাটা শুনে কিছুক্ষন চুপ বসে থাকলাম। হয়তোবা তুমিই ঠিক।

প্রকৃতির সাথে মানুষের মন যেভাবে বদলায় ঝরে যাওয়া পাতাদের দেখে হৃদয়ের কেমন যে কষ্ট। তোমার রাগ তোমার অহেতুক রাগ হয়তোবা তার ই কারন। আসলে মহাশুন্য বলো প্রকৃতি বলো আর মানুষ বলো সবাই আমরা একই আবর্তের মধ্যে বসবাস করি। কেউ একথা বুঝতে পারি কেউবা পারিনা কেউবা নিয়তি বলে কাটিয়ে দেই সুদীর্ঘ জীবনকাল। যদিও জীবন সুদীর্ঘ নয়।

জীবন এতটাই ছোট সে পরিমাপ করার কোন গজফিতা ও নেই। নেই কোন দুরবীণ যা দিয়ে দেখা যাবে কোন সে কারন যার জন্য তোমার মনে খামোখাই অস্হিরতা। খামোখাই রাগ। শুধু জানি পথ এর দুরত্ব অনেক হলেও মূলতঃ আমরা দুজন একজনই মানুষ হৃদয়ে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।