আমাদের কথা খুঁজে নিন

   

দ্বার বদ্ধ করে ভ্রমটারে রুখি- বিবর্তনবাদ

আম। র পৃথিবী

আদম হতভাগার স্বর্গগমন করিয়াও ঠাঁই হইলো না, ডারউইনের ভূত তাহাকে ধাওয়া করিয়া সেইখানেও হাজির হইয়াছে। যেইখানে নাই যমদূত, সেইখানে হাজির ডারউইনের ভূত। তাহাকে বান্দর প্রমান করিবার যে তাহার কি এমন খায়েশ হইয়াছে তাহা আর বুঝিয়া উঠা হইলো না। সকল নাস্তিককুল তাহার পশ্চদ্দেশের বারটা বাজিয়া দিয়াছে।

এইভাবে তো আর পারা যায় না। নাচার আদম অবশেষে না পারিয়া উপবিষ্ট হইলো ইশ্বরের নিকট। ইশ্বর তখন কেবল আহারাদি সমাপ্ত করিয়া দিবানিদ্রা গমনের আয়োজন করিতেছেন। আদমের আগমনে নিতম্ব পুনরায়া খাড়া করিতে হইলো। - প্রভু সর্বজ্ঞ, আর পারিতেছি না, এবারটি রক্ষা করুন।

বিরক্তিমিশ্রিত একখানি হাই গোপন করিয়া শুধাইলেন ইশ্বর। - কি হইয়াছে? তোমার আবার কি ঘটিল... - (কাঁদো কাঁদো স্বরে) ডারউইন হতভাগা আমার সব্বনাশ করিয়া ছাড়িয়াছে। - ওকি কথা! - হাঁ। সে পাপীষ্ঠ, বড় নরাধম। তাহার বিচার করুন।

ফের হাই চাপিয়া ইশ্বর বলিলেন, তা বাবা ঝেড়ে কাশো দিকিনি। আদম চোখের জল মুছিয়া বলিল, সে হতভাগার কারনে আমার নিদ্রা হারাম। সে স্থান, কাল বোঝে না। আমাকে যেথায় সেথায় বান্দর ডাকিয়া দস্তুরমতো অপদস্থকরিয়া বেড়ায়। ইশ্বর হাসি গোপন করিয়া বলিলেন, অ! তা এই ঘটনা।

তা বাবা ঘটনা সুত্রপাত কি? দুম করিয়া ইশ্বরের পদপ্রান্তে আসন গাড়িয়া বসিল আদম, -আর কিছু নয়, সেবার সাতসকাল পেট পীড়ায় কাহিল হয়ে আড়ালে ছুটছিলুম, ভেজাল খাবার পেটে সইল না। আর কোথাও ঠাই না পেয়ে ঝোপের আড়ালেই বসলাম। তা কে জানত বাবা ডার্উইন হতভাগাটা যে সেখানে রোদ পোহাচ্ছিল। ঘটনা তখন থেকেই। আকাশ হইতে পড়িলেন ইশ্বর, তোমার পেটপীড়া হইয়াছে তো তার কি? পুনরায় কাদ কাদ হইয়া আদম বলিল, তা সে হতভাগা নাকি আমার পশ্চাদ্দেশে একগাছা বানরের ন্যায় কেশ দেখিয়াছে, হুজুর ধর্মাবতার- সেবার ছিল রবিবার, পরামানিক নাপিতের নিত্য সোমবার আসিবার কথা।

তা সে রোববারে আমার কেশ খুজিয়া পাইলে আমার কি করার আছে? আর পাইলেই বা আমাকে কেন বানর বলিয়া টিট করিবে সে? ঈশ্বর হাসি না চাপিতে পারিয়া বিষম খাইতে লাগিলেন। আদম অনুনয় করিয়া কহিল, প্রভু সে আমার পশ্চাদ্দেশের ফুটো খানা নিয়ে গবেষনা করিতে চায়। সে প্রমান করিয়া ছাড়িবে "আদম বানর" এইবারটি আমায় বাঁচান। ইশ্বর মৃদু হাসিয়া কহিল, রোসো। ব্যবস্থা করছি।

. . . কিছু আর্তনাদ। . . . অত:পর.... আদম চমকিত উঠিয়া কহিল, কি করিলেন প্রভু। হাসিয়া কহে ইশ্বর, করিলাম সকল দ্বার রুদ্ধ এইবার দেখি পায় কি করিয়া খোজ- ডারউইন হইয়া হন্য অন্বেষিয়া বদ্ধ আদমের পোঁদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.