ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা।
আর আমি শুধু বসে থাকবো,
নিবিড় অন্ধকারে সজল চোখে একাকি,
মনের গহীনে যেখান চুপচাপ বসে আছো তুমি
কেউ জানবেনা কোনোদিন, দেখবেনা সেই সজল আঁখি।
রাতভরা আকাশে, পূর্নিমা চাঁদ যদি আসে,
বাতায়নের কার্ণিশে যদি বাতাস আসে রাশি,
বড় ভালোবাসাময় দূর্নিবার আবেগে
শুধু বলবো তাদের তাকে বড়ো ভালোবাসি, ভালোবাসি।
আজ আমি জানি খুব, তোমার অজস্র প্রিয়জনের মাঝে
সময়ের অবগুন্টিত প্রহর ভেদে সকাল ,সন্ধ্যা , সাজে
মুঠোফোনের বার্তায়, আন্তর্জালের পাতায়,
স্বশরীর মুখোমুখি ,অথবা চোখে চোখে অপরুপ বিমুগ্ধতায়
মুখরিত তোমার চারপাশ, শুভাকাঙ্খীদের আরতি তোমার পাটে,
কত অম্লান, পরম স্নেহ,প্রিয়ময় প্রাপ্তির সুর আজ নানা সুরে বেজে ওঠে।
তুমি এসেছো তাই ,এ ধরায়, তাইতো আমি শুধু বুঝি,
সময়ের মৌনতায়, প্রবল উচ্ছ্বাসে,তোমাকেই শুধু খুঁজি।
তুমি শুধু বয়ে চলেছো আমার বুকের ভিতর নিরন্তর
ফেব্রুয়ারীর দু তারিখ আর কিছুই না-
শুধু আমার আত্মার এক অবিশ্রান্ত মায়াবী প্রহর।
আটলান্টা। ০২/০১/২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।