কত বড় বড় কেএফসি খাইলাম,বিএফসি খাইলাম, মাগার চিকেনরে কি জানি মুড়াউয়া ভাইজা আনে, এত মুচমুচা। ( সূড়ূৎ ) বাসায় গিন্নি কয় "আমিও বানামু কেফসি'। ন গ দে আনলাম চিকিন। অনেক অনেক মসলা দিয়া টেম্পরা দিয়া ভাজল, কই কেফসি ত হয়না ,বিফসিও হয়না।
তাই ও কয়--সামুতে পুস্ট কর.।
কও আমি রিসিপি চাই। কি জিনিষ দিয়া মাখায়া ফ্রাই লইলে, কেএফসি'র মতন মুরমুরা লেয়ারের চিকেন ফ্রাই পাওয়া যাইব।
----- ভাইরে ও বইনরে চিপায় পড়সি। হেল্প।
অনেক ভাই ও বোন হেল্প করেছেন।
দেখি নতুন কিছু পাই কিনা।
চেষ্টার কম হয় নাই। -- ওদের কাছেও যাইতে পারি নাই। তবে খানা বাদ দেই নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।