I Love to Win.
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ওপেনার হিসেবে কোন দুই জন ব্যাটসম্যান মঠে নামবেন? অনেকেই ধারণা তামিম ইকবাল ও ইমরুল কায়েস এ পজিশনে ব্যাট করবেন। কেননা ওপেনার ব্যাটসম্যান হিসেবে তারা পরীক্ষিত। তারপরেও নাকি তাদের পজিশন রদবদলের চিন্তাভাবনা চলছে। জাতীয় দলের প্রধান কোচ জেমি সিডন্স চাচ্ছেন বিশ্বকাপে তামিম ও ইমরুলই প্রথমে ব্যাট করতে নামুক। কিন্তু ব্যাটিং কোচ ইয়ান পন্টের পছন্দ ইমরুলের সঙ্গে শাহারিয়ার নাফিস ওপেনিংয়ে নামুক।
কেননা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে উদ্বোধনী জুটিতে দুই জন চমৎকার খেলেছেন। সিডন্সতো বটেই দলের অনেকে আবার পন্টের এ যুক্তি মানছেন না। ইনজুরির কারণে তামিম বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে বাইরে ছিল। জিম্বাবুয়ের খেলতে নেমে তামিম ওপেনিং জুটিতে দক্ষতার পরিচয় দিয়েছেন।
মাঠে সেরা একাদশ গড়ার পেছনে বিসিবির কর্মকর্তাদের কোনো ভূমিকা থাকে না।
তারপরেও তারা প্রয়োজনে পরামর্শ দিতে পারেন। সে কারণে পন্টের যুক্তিকে কোনো কোনো কর্মকর্তা আবার গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে তামিম যে মানের ব্যাটসম্যান সাম্প্রতিক খেলাগুলোতে সে ধরনের পারফরমেন্স প্রদর্শন করতে পারছেন না। প্রিমিয়ার ক্রিকেট লিগেও যে কটি ম্যাচ খেলেছেন সেখানেও তামিম তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। বড় দলগুলোর বিরুদ্ধে ভক্তদের দারুণভাবে হতাশ করেছেন।
তারপরেও তামিম দেশের সেরা ব্যাটসম্যান। একটা দলে ভালোমানের অনেক ব্যাটসম্যান থাকেন, কিন্তু সেরাতো আর সবাইকে বলা যায় না। প্রতিবেশী দেশ ভারতে রয়েছে শক্ত ব্যাটিং লাইন আপ। তারপরেও শচীন টেন্ডুলকারের সঙ্গে কারোর তো তুলনা চলে না। বাংলাদেশে তামিম ইকবালের অবস্থা তাই, সেরা ব্যাটসম্যান যদি শুরুতে আউট হয়ে যান তাহলে দলের অবস্থা করুণ হয়ে উঠতে পারে।
সেদিকটা বিবেচনা করে অনেকে পন্টের যুক্তিকে সমর্থন দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের সাবেক এক অধিনায়ক বলেন, উদ্বোধনী জুটিতে তামিমকে নামালেই ভালো হয়। তার চেয়ে বরং তাকে ওয়ান ডাউনে নামালে দল উপকৃত হবে। দলের ব্যাটিং লাইন আপ গড়তে অধিনায়কও মতামত দিতে পারেন। এ ব্যাপারে সাকিব আল হাসানের কোনো বক্তব্য পাওয়া না গেলেও দলের এক ক্রিকেটার বলেছেন বিশ্বকাপের আগে কানাডা ও পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ প্রদর্শনী ম্যাচে অংশ নেবে।
সাকিব মূলত চাচ্ছেন এ দুই ম্যাচে উদ্বোধনী জুটি পরীক্ষা করে দেখতে। এক ম্যাচে তামিম আরেক ম্যাচে ইমরুলের সঙ্গে শাহারিয়ার নাফিসকে খেলাতে। সেখানে পারফরম্যান্স বিচার করে বিশ্বকাপে উদ্বোধনী জুটি ঠিক করা যাবে। তবে দুই ম্যাচ দেখে যথার্থ ভাবে পারফরমেন্স পর্যালোচনা করা যাবে কিনা তা নিয়েও কথা রয়েছে। এদিকে জাতীয় দলের নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, বিশ্বকাপে ইমরুলের সঙ্গে তামিমই উদ্বোধনী জুটিতে থাকবেন।
শাহারিয়ার নাফিস ওয়ান ডাউনে নামবেন তা নিশ্চিতই বলা যায়। তবে বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে প্রথম দুই ম্যাচ কেউ খারাপ খেললে ব্যাটিং লাইনআপে পরিবর্তন আসতেই পারে। যাক, তামিম, নাফিস বা ইমরুল কায়েস এ ব্যাপারে মোটেই বিচলিত নন, তাদের কথা যে লাইনে নামানো হোক না কেন তারা খেলতে প্রস্তুত রয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।