আমাদের কথা খুঁজে নিন

   

নকিয়ার NbuExplorer দিয়ে .nbu ব্যাকাপ ফাইল ওপেনিং

শুধুই দেখি...

নকিয়ার পিসিস্যুট দিয়ে নকিয়া সেটের ব্যাকাপ করে রেখেছিলাম। এখন আমার কাছে সেটটা নাই। কিন্তু আমার সেটের কন্টেন্ট দরকার। নরমালি এটা করা যায় না। কারণ, পিসিস্যুট দিয়ে আমি ব্যাকাপ রিস্টোর করতে পারবো, কিন্তু ব্রাউজ করতে পারবো না।

তো নেটে সার্চ দিলাম। প্রথমেই যা পেলাম সেটা হলো Noki সফ্টওয়ার http://www.nokisoft.com, কিন্তু এটা ফ্রি নয়। আরেকটু, খুজেই পেলাম সোর্সফোর্জের এই NbuExplorer! এটা ফৃ। এটা দিয়ে স হজেই সব ব্রাউজ করা যাচ্ছে আমার মোবাইলের বেকাপগুলো। আমার সেট না থাকলেও এখন কোনো সমস্যা নাই, কন্ট্যাক্ট, এসএমএস সবই দেখতে পারছি।

NbuExplorer ডাউনলোড করতে ডিরেক্ট লিংক: Click This Link NbuExplorer ডাউনলোড পেজ Click This Link NbuExplorer হোম সাইট http://sourceforge.net/projects/nbuexplorer/ আশা করি আপনাদেরও কাজে লাগবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.