আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে

চাকরিজীবী

"আপনি নতুন ব্লগার সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন। " আমি প্রথম post লেখার সময় জান্তার উপর্যক্ত noticeটি লক্ষ করিনি। Noticeটি পড়ার পর নিজেকে খুব ছোট মনে হ'ল।

আমাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে--- কারন--- ১। আমি খুব খারাপ লোক। যিনি পর্যবেক্ষন করছেন তিনি খুব ভাল লোক। অন্তত পক্ষে আমার চাইতে ভাল। ২।

আমি একজন দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি আর পর্যবেক্ষক খুব দায়িত্ববান। অন্ততপক্ষে আমার চাইতে দায়িত্ববান। ৩। আমি একজন মূর্খ আর পর্যবেক্ষক একজন জ্ঞানী ব্যক্তি। ৪।

আমি উনার চকর আর তিনি আমার প্রভু। ৫। আমি আবাল আর তিনি সাবালক। কাউকে পর্যবেক্ষন করা, অযথা সন্দেহ করা। অভদ্রতা।

আমি আপনার এখানে blog লিখতে এসেছি, আর আপনি আমাকে ৭দিন পর্যবেক্ষন করবেন। এই ধরনের ভাষা অভদ্রতার পর্যায়ে পরে। Please, কিছু মনে করবেন না, ভাষাকে শুদ্ধ ও পরিশীলিত করুন। নিজেকে অন্যর চাইতে বড় কিছু মনে করবেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.