অতিথি পাখি
মলম খা
অতিথি পাখি কে বড্ড বেশী হিংসে হয়
পাড়ি দিতে পাড়ে হাজার মাইল, পাহাড়, সাগর, ছাড়িয়ে অক্ষকোন
যদি পাখি হতাম, হংস, পাতারি, চিল
এমনকি শকূন!
ভাটায় ডুবতে থাকা অন্তিম যাত্রীর মত
সকাল-বিকাল বুকের পাজরে ল্যাপটপ আঁকড়ে ধরি
গুগুল যদি খুঁজে দেয় প্রিয় শহর, খেলার মাঠ, নদীর ঘাট
স্মৃতির পোড়া বাড়ী।
সেকেন্ডের কাটা মেঁপে আসা রেলে চড়তে বড্ড একগুঁয়েমী লাগে
ট্রাফিক জ্যামে শব্দ দূষণ কে পরাজিত করে হঠাৎ কেউ বলে উঠে না, কিরে কেমন আসিস?
কানে বেজে উঠে বিমান বন্দরে বাবার বিদায়ী উপদেশ
‘বাবা সাবধানে থাকিস’!
আলু তত্বকে পরাজিত করে যখন আবিস্কৃত হতে থাকে নতুন নতুন রেসিপি
হাতে উঁল্কি আঁকে গরম তেল, লবন দিতে হয় ভুল
হাজার বুঝাই তবুও হাভাতে এই মন খেতে চায় মায়ের হাতে সজনে-ডাল,
টেংরা মাছের ঝোল!
যন্ত্রনা হতে নিস্তার পেতে যখন হাওয়ায় ভাসি, হামাগুরি দিয়ে দিয়ে খুজিঁ
খুজতে খুজতে হামাগুরি দেই, ল্যাগেজের গোপান কোনে যেতে যেতে যখন প্রায় নি.শেষ
তখনই পেয়ে যাই ইমিগ্রেশনের চোখ ফাকিঁ দিয়ে নিয়ে আসা, পাতায় মোড়ানো
একখন্ড বাংলাদেশ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।