আমাদের কথা খুঁজে নিন

   

সভাপতি নেই, উপস্থাপক নেই, প্রধান অতিথি-বিশেষ অতিথি নেই, এ কেমন অদ্ভুত অনুষ্ঠান অংপুরত(রংপুরে)!!!!!!!!!--- ইউসুফ শিমুল

অনুষ্ঠান স্থলে সকাল থেকেই ছিলাম, দুপুর ঠিক ২ টায় ধীরে ধীরে সবাই চলে এলেন। অনুষ্ঠান শুরুর অপেক্ষায় ছিলাম। কিন্তু শুরু হচ্ছেই না! হঠাৎ একজন দাঁড়িয়ে কথা শুরু করলেন! ভাবলাম, ইনি বোধহয় উপস্থাপক, অনুষ্ঠান এই বুঝি শুরু হল। কিন্তু উনার হাতে দেখি টেনিস বল। সবাই তার দিকে উৎসুক ভাবে তাকিয়ে রইলেন।

হঠাৎ আরেক জনের দিকে বল নিক্ষেপ করেই বললেন, “আমি সজিব তৌহিদ, লিখি সামুতে। ” এভাবেই একের পর এক বল নিক্ষেপ চলতে লাগলো, আর চলতে লাগলো পরিচয় পর্ব। সবার পরিচয় দেয়া শেষে নিজে নিজেই সবাই বসে গেলেন। শুধু মাহতাব সমুদ্র দাঁড়িয়েই থাকলেন। বলা শুরু করলেন ব্লগিং এর খুঁটিনাটি।

ওমা! বলা শেষ না হতেই ‘বদলে যাও, বদলে দাও’ এর ব্লগার ইসমাইল হোসেন মিলন শুরু করলেন একাত্তরের চিঠিপাঠ। এরপর অনুষ্ঠানের খানিকটা আনুষ্ঠানিকতা। অনলাইন রেডিও bd24live.com এর কারিগরি সম্প্রচার শুরু করলেন bd24live.com এর Special Correspondent মুরাদ মাহমুদ, ব্লগ নিক অর্ক মুরাদ। সেই সাথে তিনি আমাদের মিডিয়া পার্টনার উত্তরবঙ্গের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল উত্তরবাংলায় অনুষ্ঠানের নিউজ সঙ্গে সঙ্গেই প্রকাশ করলেন। প্রথমেই অনন্যা মহন্ত শিমুর কণ্ঠে অসম্ভব সুন্দর একটি রবীন্দ্রসংগীত।

তারপর ব্লগার সজিব তৌহিদ এর লোমহর্ষক আবৃত্তি ‘নুরুলদিনের সারাজীবন। ’ তারপর একে একে গান গাইলেন রুদ্র তালুকদার, সুমন, মুন্না, ইমাম, এফ এম সজীব এবং সাথে সবাই সুর মেলাতে ভুললেন না। গানের শেষে ব্লগার শায়নের(ব্লগ নিক স্বপ্নপথ) নতুন পরিচয় পেলাম দক্ষ তবলচি হিসেবে। গানের ফাঁকে কবিতাও শোনা গেল হাবিবা ইসলাম রুবি ও সুস্মিতার কণ্ঠে। “আমিতো অভিভূত, মুগ্ধ, আগেতো জানতাম ব্লগিং মানেই ইন্টারনেট, ল্যাপটপ কিংবা পিসির সমন্বয়।

কিন্তু এখানে এসে এত অপরিচিত মানুষের এত সুন্দর সব উপস্থাপনা, হ্রিদ্ধতা আর ভালবাসার মুগ্ধতা দেখে আমি ধন্য। ”-এ কথাই জানালেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্লগার জামিল সারোয়ার আহাদ। রংপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র অনিককে অকস্মাৎ প্রশ্ন করে বসলেন ব্লগার সিরাজুল বাবু, ‘তুমি এত অল্প বয়সে কিভাবে ব্লগিং-এ আসলে?’ অনিক জানাল, ‘গেমস ডাউনলোড করতে গিয়েই ব্লগিং এর সাথে পরিচয়। ’ এরপর ব্লগিং এর ইতিবাচক-নেতিবাচক দিক ও সমাজে এর প্রভাব নিয়ে গঠনমূলক কথা বললেন চলচ্চিত্র নিয়ে বিশ্বের সবচাইতে বড় বাংলা ব্লগ “Movie Lovers Blog” এর অন্যতম প্রতিনিধি মাজেদুল ইসলাম। রংপুর বিভাগের ব্লগারদের নিয়ে একটি সংগঠন করার প্রস্তাব করলেন এফ এম সজীব, মাজেদুল ইসলাম, আব্দুল্লাহ আল সাবির ও নিশাত আরেফিন ।

বাপ্পা আজকের ব্লগ দিবসে এতগুলো ব্লগারকে একসাথে পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন একটু বাড়িয়েই। ইউসুফ শিমুলের সাথে রোদে পুড়ে পোস্টার লাগানোর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন রংপুর মেডিকেলের ছাত্র জুনিয়র তাহের রেনেসাঁ (ব্লগ নিক আঁধারে আমি)। আরও ভালো লাগার, মন্দ লাগার লাগার কথা শেয়ার করলেন আমি নিয়ন, অরণ্য সহ অনেকেই। শেষের দিকে নাস্তা পর্ব। নাস্তা খেতে গিয়ে বাঁধল বিপত্তি।

১৫ টি নাস্তার প্যাকেট বেঁচে গেল। অর্ক মুরাদ একাই ৫টি প্যাকেট খেয়ে প্রথম শ্রেণীর গেজেটেড খাদক হিসেবেই আত্মপ্রকাশ করলেন। অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্লগার সারোয়ার ও ফারুক উপস্থিত হয়ে সবাইকে হাসিতে মাতালেন বাচালতার পরিচয় দিয়ে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অপ্রত্যাশিতভাবে মাহতাব সমুদ্রের ফোনে সামুর ব্যবস্থাপনা পরিচালক জানা আপুর কল করে সকলকে শুভেচ্ছা জানান। বিস্তারিত আসছে মাহতাব সমুদ্রের পোস্টে, চোখ রাখুন...।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.