আমাদের কথা খুঁজে নিন

   

অস্ত্রের ব্যবহার সবখানেই, নড়বড়ে নড়াইল

আমি লিখতে ভালোবাসি আর কবিতা শুনতে

সামনে সেচ মৌসুম তাই ভাবছিলাম বিদ্যুতের উপর আরেকটা লেখা লিখব আর তাতে একটু রাজনৈতিক আলাপও থাকবে কারণ সরকার সম্প্রতি যে হলুদ কার্ড দেখেছে তার প্রধান কারণ সমূহের মধ্যে যেমন অনিয়ন্ত্রিত দলীয় আচারণ আছে তেমন মূদ্রাস্ফিতি, আইন শৃংখলা ও বিদ্যুৎ স্বল্পতাও সমান ভাবেই আছে । কিন্তু আজ আর বিদ্যুৎ নিয়ে লেখা হবে না, একটা নিউজ শুনবার পর কোন ভাবেই ওটা ছাড়া আর কোন কিছুতে মন নিতে পারছিনা । বাংলাদেশ বিশ্বকাপের দল ঘোষনা করেছে আর তার জের ধরে নড়াইলে হরতাল, বাংলাদেশের বড় অস্ত্রের আরেক দফা ব্যবহার। অবাক হলাম যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐ হরতালে নিঃশর্ত সমর্থন দিয়েছে সাথে বিএনপি ও আছে সহ অস্ত্রধারী হিসেবে । দাবী একটাই অসুস্থ্য মাশরাফিকে দলে নিতে হবে, উনি খুড়িয়ে খুড়িয়ে গিয়ে সেহবাগ, পিটারসেন বা ক্যালিজকে বল করবেন আর নড়াইলের মানুষদের তাতে মন ভরবে।

মাশরাফি খেলতে পারলে আমারও ভালো লাগতো, তার মতো লড়াকু ক্রিকেটারের এমন বড় আসরে আসলেই দরকার অনেক কিন্তু আনফিট থেকে কেউ তো সাংবাদিকদের সামনে কেঁদে দলে জায়গা পেতে পারেন না। নড়াইলের সাধারণ মানুষ না হয় আবেগের বসে একটা হরতাল ডেকেই দিয়েছেন তাই বলে কি রাজনৈতিক দল গুলোর এমন সময়ের সুযোগ নেওয়া প্রয়োজন? ইসলামি চেতনার দল হিসাবে কি খেলাধুলার কোন ইস্যু নিয়ে হরতাল সমর্থন করা যায়? সমর্থন মানে তো ক্যডার সাপ্লাই, ভাংচুর, দলীয় সাংবাদিকদের দিয়ে পত্রিকা ভরে ফেলা, পুলিশের বাহুতে ভর করে সরকারের দাদাগিরি ফলানো, আবার নতুন হরতালের পায়তারা । মাশরাফির এ সময়ে কান্না-কাটি না করে বাস্তবতা মানা উচিৎ কারণ ৮ ফেব্রুয়ারিতেও সুযোগ মিলতে পারে আর না মিললেও তাতে এতো কষ্টের বহিঃপ্রকাশ ঘটানো উচিৎ নয় তার মতো জাতীয় তারকাদের । তার এ হতাশা আমাদের হরতাল ব্যাংক কে সমৃদ্ধ করলো, সুযোগ সন্ধানী পলিটিক্যাল দলকে মন্দ শক্তি যোগাল । লিমিটেড স্কেলে এ ব্যাপারটা দেখা যায় না, আমাদের মাশরাফি এ হরতালের মধ্যমনি হয়ে ম্যারাডোনা, মোহাম্মদ আলী আর সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে গেলেন ওদের ভক্তরা ওদের ভালোবেসে প্রাণ দিলেও দেশ অচল করবার কথা ভাবেনি ।

এ দেশের কি হবে ভোটের জন্য হরতাল, ভাতের জন্য হরতাল, খেলোয়াড়ের জন্য হরতাল, ক্ষমতা না পেয়ে হরতাল, সব কিছুতে হরতাল, মানুষের রিপাবলিক থেকে তা আজ হরতালের উপত্যকা । মাশরাফি থাক না থাক, হরতাল হোক না হোক আমাদের ভাল খেলতে হবে এ বিশ্বকাপে । খুব বেশি জাতীয় অর্জন নেই সম্প্রতি এক ক্রিকেট ছাড়া, এটাতেই সুখ পেতে চাই --------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.