আমাদের কথা খুঁজে নিন

   

অস্ত্রের নাম ‍অ্যানথ্রাক্স



রণ কৌশলে বিপক্ষ শিবিরে মজুদ হতে থাকে মরণাস্ত্র- একে-৪৭, থ্রি নট থ্রি, গ্রেনেট এবং অ্যানথ্রাক্স........................। চমকে গেলেন কি সবাই! মনে কি হচ্ছে উ ম মা দ? নিশ্চিত পরাজয় মেনে নিতে কে চায়। শত্রু শিবিরে জরুরি বৈঠক পিছু হটার আগে দিতে চায় মরণ কামড় হয় এসপার নয় ওসপার। আমদানী করা হয় ঘাতক জীবানু ছড়িয়ে দেয়া হয় বাংলায়... জন মনে ভয় আতংক অ্যানথ্রাক্স-অ্যানথ্রাক্স- অ্যানথ্রাক্স। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে আগেও ঘটেছে অনেক, গবেষণাঘারে তৈরি হয় ভয়ানক কৃতিম ভাইরাস জল বসন্ত-গুটি বসন্ত সুপাঠ্য মাসুদ রানা সিরিজের পঙ্গপাল উজার করেছে দেশ-জনপদ। এখানে যখন বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের ফাঁসির মঞ্চ প্রস্তুত তখন এই অ্যানথ্রাক্সের আগমন কোন ইঙ্গিত বহন করে? বাংলায় যখন মুজিব হত্যার বিচার হয়.. সন্ধান চলে সকল রাজনৈতিক কিলারদের তখন অ্যানথ্রাক্স কার কথা বলে... কার ঘরে মজুদ হয় গোপনে? বাবুরা কেবল আগ্নেয় অস্ত্র উদ্ধার নয় সকল শত্রু শিবিরে রেড দিলেই নিশ্চিত খুঁজে পাবেন বোতলে মুখ আটা অ্যানথ্রাক্স। অর্চি মিডিয়া সেন্টার প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর ১৭/০৯/২০১০ রাত ১২টা ৩০ মিনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.