ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না।
শুনলাম গুলশানের চাঞ্চল্যকর জোড়াখুনের আত্মস্বীকৃত খুনী রুবেল আর মিথুন জামিনে ছাড়া পেয়েছে? তারা নাকি নিহতের পরিবারকে হুমকি দিয়ে বেড়াচ্ছে? কে তাদের জামিন দিল? কোন দেশে বাস করি?
বিস্তারিত জানতে ক্লিক করুন_রুবেল আর মিথুন জামিনে ছাড়া পেয়েছে
এখন যদি র্যাব তাদের ক্রসফায়ার করত তাহলে রুবেল মিথুনদের বাবা মা কাঁদত, কিন্তু এমন সন্তানের জন্য কি কাঁদা উচিত। আর এই সব বাবা মার অবাধ্য সন্তানই তারা। তবুও অন্যের বুক খালি করলেও আমার লোক ভালো।
নিজের বুক খালি করলেই শুধু ক্রসফায়ারে মারা দরকার। এরূপ স্বজনপ্রীতি যেহেতু আমরা ত্যাগ করতে পারব না তাই ক্রসফায়ারই ভালো। অন্তত ভবিষ্যৎ অনিষ্ট থেকে তো রক্ষা পাওয়া যায়।
অন্যদিকে এদের কী বিচার হবে, বিচারের আগেই জামিন। আর যেহেতু এরা খারাপ কাজ করে তারা তাদের বিরদ্ধে হুমকি, প্রতিশোধ নিবেই যারা তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং বিচার চায়।
এখন কি করার আছে। আমার মনে হয় সামাজিকভাবে আমরা যদি তাদের ঘৃণা ও বিচার করে তাদের সংশোধন করতে পারি তাহলে ক্রসফায়ার বন্ধ, বিচার চাই অবশ্যই।
কিন্তু যদি সামাজিকভাবে যদি আমরা তাদের লালন করি এবং ভয় করি (এটাই তো বাংলাদেশের অবস্থা) তাহলে ক্রসফায়ার বা ফাঁসি চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।