http://www.facebook.com/Kobitar.Khata
তিনদিন পর আজ ঢাকায় ফিরেছি। যেদিন বাড়ি গেলাম সেদিনও দেখলাম আমার ব্লগ দিব্যি সুস্থ্য সবল। বাড়ি থেকে এসে লগিং করে দেখি আমি জেনারেল। কেন জেনারেল করা হলো তাও জানানো হয়নি। মেইল বক্সে কোন মেইল নাই। কোন লেখাটির মুছে দেয়া হলো তাও বুঝতে পারছি না। মডুর এ কেমন অভদ্রতা!!! কোন লেখাটি সামুর কোন নীতিমালা ভাঙ্গার জন্য মোছা হলো, আর আমাকেই বা কেন জেনারেল করা হলো এটা জানার অধিকার তো আমার আছে, নাকি?
আমি যেহেতু তিনদিন ব্লগে ছিলাম না এবং মডুও জেনারেল করার কারণ জানায়নি সেহেতু এই বিষয়টি আমার কাছে অসর্ম্পূণ অন্ধকার। আমার কোন লেখা বা কমেন্ট ব্লগে কি কোন প্রকার অস্থিরতা সৃষ্টি করেছিল কিনা ব্লগারদের কারো জানা থাকলে প্লিজ একটু জানান। অন্তত এটুকু জানতে চাই আমার অপরাধটা কি ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।