আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।
(১)
বাপ-রে কতো ঝকমারি
করব না আর ডাক্তারী
জোটে যদি পেটের ভাত
অন্য সবে মাথায় হাত
এবার চালাবো মটোর-গাড়ি
তবেই হবে বিশাল বাড়ি
বউয়ের শাড়ি রংবাহারী
(২)
বাপ-রে কতো ঝকমারি
করব না আর মাস্টারী
জোটে যদি পেটের ভাত
অন্য সবে মাথায় হাত
খুলব এবার কফির দোকান
পকেটে ধরবে না টান
আনবে টাকা খুশির বান
বউ-বাচ্চা গাইবে গান
(৩)
এমনতর ফুর্তি কোথায় জানো তোমরা কেউবা
কাগজে পড়লাম, পঞ্চাশ-পুর্তির কিউবা।
(৪)
মিথ্যা নয় গো সত্যি হাজার
সংবাদ-সুত্র আনন্দবাজার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।