আমাদের কথা খুঁজে নিন

   

তাজ্জব হয়ে গেলাম , এখনো থামছেন না ম খা আলমগির । আজ আবারো বললেন - হরতাল সমর্থকরা স্তম্ভ নাড়াচাড়া না করলেও পারতেন

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন ঘটনার প্রথম দিন ঃ “এখানকার (সাভারের) , মৌলবাদী... বিএনপি... এদের (শ্রমিকদের) হরতালের জন্য আহ্বান জানাচ্ছিলো। আমাকে বলা হয়েছে, হরতাল সমর্থক কতিপয় ভাড়াটে লোক সেখানে গিয়ে ওই যে ভাঙা দালান ছিলো বা ফাটল ধরা দালান ছিলো, সেই দালানের বিভিন্ন স্থম্ভ নিয়ে নাড়াচাড়া করে।

এটাও এ ধরণের একটি দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। ” -- বিবিসিকে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর। ঘটনার ২ য় দিন ঃ স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর আবারো বলেছেন, হরতাল সমর্থকদের ফটক আর স্তম্ভ ধরে 'টানাহেচড়ায়' সাভারের রানা প্লাজা ধসে পড়তে পারে। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আবারো আগের কথাতেই অটল থাকেন । ঘটনার ৩য় দিন ঃ স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, গণমাধ্যমে আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

আমি বলেছিলাম, ‘হরতাল সমর্থকেরা ফাটল ধরা ভবনের স্তম্ভ নাড়াচাড়া করেছে। সেটা তাঁরা না করলেও পারত। এটা একটি কারণ হতে পারে। কিন্তু মিডিয়ায় আমার পূর্ণ বক্তব্য আসেনি। ’ তবে বিরোধী দল ওই দিন হরতাল দিয়ে উদ্ধারকাজে বাধা সৃষ্টি করেছে।

তিনি বলেন, বিরোধী দল হরতাল না দিলে উদ্ধার তত্পরতা আরও দ্রুত হতে পারত। টানাহেঁচড়ার ফলে ধস হয়েছে কি না বা ধস ত্বরান্বিত হয়েছে কি না, তা তদন্ত করে দেখতে হবে। মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘এ রকম ঘটনা ঘটতেই পারে। আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন বিস্তারিত ঃ View this link উপরের ছবিটি ফেসবুক থেকে নেয়া ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.