আমি তোমাদেরই একজন, খুবই সাধারণ !!!
বিশ্ব বিখ্যাত ফটোগ্রাফার ইয়ান আর্থাস র্বাট্রান্ডের বিখ্যাত প্রর্দশনী "Earth from Above" থিমটি ২৪টি ভাষায় অনুবাদ হয়ে ইতিমধ্যে পৃথিবীর ১১০টি শহরে প্রর্দশনী শেষে ঢাকায় এসেছে। ১৯শে ডিসেম্বর'১০ হইতে ১৯শে ফেব্রুয়ারী ২০১১ইং পর্যন্ত ২ মাসের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিন্যূয়র উন্মুক্ত স্থানে প্রায় ১০০টি (৪ফুট বা ৪ফুট) ছবির প্রর্দশনী চলছে। হেলিকপ্টার ও এয়ার বেলুন থেকে ধারনকৃত অসাধারন সব ছবি এই প্রর্দশনীতে স্থান পেয়েছে। প্রর্দশনীতে তাঁর তোলা বাংলাদেশের ৩টি ছবিও আছে।
পরিচিত:
ইয়ান আর্থাস র্বাট্রান্ডের ১৩ই মার্চ ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিস শহরে জন্ম গ্রহন করেন।
তিনি একাধারে ফটোগ্রাফার, সাংবাদিক, গবেষক, চিত্র পরিচালক ও পরিবেশবীদ। তিনি তার ছবি ও চলচিত্রের মাধ্যমে আমাদের সুন্দর পৃথিবীটা কিভাবে উন্নত বিশ্বের আগ্রাসী প্রভাবে পরিবেশ মহা বির্পয়য়ের দিকে ক্রামান্নয়ে ধাবিত হচ্ছে তা তুলে ধরেছেন। তিনি একদিকে যেমন পৃথিবীর প্রাকৃতিক নান্দনিকতাকে ফুটিয়ে তুলেছেন তেমনি অন্য দিকে ধংসের চিত্রগুলোও তুলে ধরেছেন। তাঁর "Home" চলচিত্রটি একটি পৃথিবীর সৌর্ন্দয্য দেখার জীবন্ত আর্কেইভ। ইয়ান আর্থাস র্বাট্রান্ড ১৯৯১ সাল থেকে পৃথিবীর ১০০টি দেশের ১০০ জন বিখ্যাত ফটোগ্রাফারের প্রায় ৫০০০০ বিখ্যাত ছবি নিয়ে ইমেজ ব্যাংক নামাক একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন।
ইয়ান আর্থাস র্বাট্রান্ড সর্ম্পকে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনbr /> ইয়ান আর্থাস র্বাট্রান্ড
ইয়ান আর্থাসের তোলা ১০৪টি দেশের প্রায় ২৫০০ ছবি দেখতে এখানে ক্লিক করুনbr /> ১০৪টি দেশের প্রায় ২৫০০ ছবি
ইয়ান আর্থাসের "Earth from Above" প্রর্দশনীর ছবি দেখতে এখানে ক্লিক করুনbr /> Earth from Above
এখানে তাঁর তোলা সুন্দর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।
ছবি:- সেন্ট ক্রুজ, আর্জেন্টিনা।
ছবি:- লোটাস ফুলের বাগান, নেদারল্যান্ড।
ছবি:-গ্রীনল্যান্ডের সমুদ্রে বরফক্ষয়।
ছবি:-ঘুমন্ত আগ্নেয়গিরি, মাদাগাস্কার।
ছবি:- নাইজারের একটি প্রত্যন্ত গ্রাম।
ছবি:- মালদ্বীপের দ্বীপ।
ছবি:- ফ্রান্সের একটি বাগান।
ছবি:-ন্যাশনাল পার্ক, কেনিয়া।
ছবি:- তাপন লেক, ফ্রান্স।
ছবি:- মিশরের গ্রামে খেজুর শুকানো দৃশ্য।
ছবি:- গ্রীসের প্রাকৃতিক দৃশ্য।
ছবি:- পেং নাগ বে, থাইল্যান্ড।
ছবি:- এটি বাংলাদেশের গ্রামীন বাজার।
ছবি:-তিনরি মরুভূমি, নাইজার।
ছবি:- আলজেরিয়ার একটি স্থান।
ছবি:- তুলার স্তুপ, আইভরি কোষ্ট।
ছবি:- পাম ভিলেজ, দুবাই।
ছবি:- "চোখ" নামক এই ছবিটি মালদ্বীপের।
ছবি:-রাশিয়া আগ্নেয়গিরি।
ছবি:-লিথুনিয়ার একটি দ্বীপ বাড়ী।
ছবি:- হার্ট আকৃতির লেক।
পরিবেশ দূষন ও প্রভাব:
ছবি:- ফ্রান্সের কার ডেমেজ সেন্টার।
ছবি:- কানাডার তেলের নিঃসরন।
ছবি:- ২৬-১২-২০০৪ইং সুনামী, ইন্দোনেশিয়া।
ছবি:- কুয়েতে ইরাকের যুদ্ধট্যাংকের কবর।
ছবি:-পারমানবিক তেজস্ক্রিয়া ধংস প্রিপেইট শহর, সেরোনেবিল, ইউক্রেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।