.
ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুক্রবার টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ২য় পর্ব। আগামী ৩০ জানুয়ারি ৩ দিনব্যাপী এ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব দিয়ে শেষ হবে। বাংলাদেশের তাবলীগ জামাতের অন্যতম শূরা সদস্য মো. এরশাদুল হক জানিয়েছিলেন, দ্বিতীয় পর্বের ইজতেমায় আনুষ্ঠানিক কোনো আখেরি মোনাজাত থাকবে না। গত ১৫ জানুয়ারি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের উপস্থিতিতে টঙ্গী পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইজতেমার সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা সভায় এ কথা বলেন। তবে বৃহস্পতিবার তাবলীগ জামাতের অন্য শূরা সদস্য মো. গিয়াস উদ্দিন জানান, দ্বিতীয় পর্বের ইজতেমায়ও আখেরি মোনাজাত থাকবে। আল্লার সন্তুষ্টি অর্জন ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বৃহস্পতিবার ইজতেমা ময়দানে লাখো মুসল্লি জেলাওয়ারি নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন। দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেয়ার উদ্দেশে প্রথম পর্বের অনেক মুসল্লি ইজতেমা ময়দানে থেকে যান। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও ময়দানে অধিক সংখ্যক মুসল্লির উপস্থিতির কারণে গতকাল বাদ ফজর থেকেই তাবলীগের মুরব্বিদের বয়ান শুরু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।