যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
২০/২৫ বছর পর্যন্ত যে দেশে স্বৈরশাসক দৌর্দণ্ড প্রতাপে ক্ষমতায় আসীন থাকে সে বরঞ্চ পাশ্চাত্যের জন্য বোঝা হয়ে যায়। তার বায়নাক্কা, আবদার ও মোসাহেবিতে বিরক্ত পশ্চিমা এলিটরা হয়তো ঝেড়ে ফেলার সুযোগ খুঁজতে থাকে। তারপর জনগণ যে পরিবর্তন চায় বা পরিবর্তনের জন্য লড়াই করে সেটাকে পুঁজি করে বিপ্লব নামক একটা মুলা ঝুলিয়ে বুড়া ভামকে ক্ষমতা থেকে অপসারণ ঘটায় এবং এটা ষোলোআনাই পাশ্চাত্যের নকশা অনুসরণ করে।
তিউনিসিয়া বা মিশরে যারা ক্ষমতায় নতুন অধিষ্ঠিত হতে যাচ্ছে তাদের রাজনৈতিক অবস্থান ও লিয়াঁজো দেখলে স্পষ্ট প্রতীয়মান হয় প্রকৃতপক্ষে তারা পাশ্চাত্যের নতুন আস্থাভাজন। বিপ্লবী জনগণ আপাত এক অসম্ভব প্রত্যাশার স্বপ্নে বিভোর থাকলেও অচিরেই হয়তো বুঝতে পারবে - বিপ্লব এখনও অনেক দূরে....এখন যা হলো তা কেবল প্রাথমিক জাগরণকে পাশ্চাত্যের হাইজাক করে নেয়া।
জয় বাংলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।