আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষিত সফল চো্র নাকি অশিক্ষিত ভাল মানুষ

কিছু লেখার নাই

বাবু তুমি কি হতে চাও ? আমি ডাক্তার , বড় ব্যবসায়ী, উকিল অথবা ইঞ্জিনীয়ার হব । খুব সহজ সন্দর উত্তর। এই বাবু বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনীয়ার যাই হোক না কেন বাংলাদেশের মানুষের ডাক্তার বা ইঞ্জিনীয়ার খুব দরকার। আমাদের দেশের ছোট ছোট ছেলে মেয়ে ডাক্তার বা ইঞ্জিনীয়ার হবে এটাই আমরা চাই কিন্তু মজার বিষয় হল আমাদের দেশের অনেক মানুষ ডাক্তার ইঞ্জিনীয়ারদের ভয় পায়। সারা দেশের মানুষ চায় ডাক্তার ইঞ্জিনীয়ার আবার ভয় ও পায় এদের।

প্রস্ন হল কেন ভয় পায় ? উত্তর গল্প দিয়ে বলা যাক... এক ব্যবসায়ী রাস্তা বানাবার কাজ পেল। সে কাজে অনেক লাভ করবে ঠিক করল। সে কিভাবে বেশি ফাকি দেয়া যায় তা জানার জন্য তার ইঞ্জিনীয়ার বন্ধুর কাছে গেল মহান ইঞ্জিনীয়ার তাকে কাজে ফাকি দেবার কৌশল জানিয়ে দিলো আর ঘুষ নিয়ে কাজ ভাল ঘোষনা দিল। কাজ শেষ হল অনেক সময় পরে ব্যবসায়ীর কু'করম ধরা পড়ল। টেনশন করে ব্যবসায়ীর রোগ হল, সে ডাক্তার এর কাছে গেল ডাক্তার commission খাবা্র জন্য বিনা কারনে হাজার হাজার টাকার পরীক্ষা দিল আর অনেক ঔসুধ দিল।

ব্যবসায়ীর আরও অসু্থ হল এবং ধরা খেয়ে জেলে গে্ল। এই বীপদে তার উকিল বন্ধু কাছে এল। উকিল বন্ধু অনেক আইন জানেন তাই কিছু টাকা খরচ করতে হবে আর সব শেষে উকিল বন্ধুর বুদ্ধি শুনে ব্যবসায়ী তার সব কিছু হারাল। আমাদের দেশের গরব, আমাদের দেশের এই সব শিক্ষিত সম্পদ এই গল্পের মতই দেশের উপকার করে যাচ্ছে। আমরা আই সব শিক্ষিত মানুষের কাছে মাপ চাই , আমরা আ্পনাদের মত শিক্ষিত মানুষ চাই না।

আমরা চাই আমাদের সন্তান বলুক "আমরা ভাল মানুষ হব - শিক্ষিত সফল চো্র হব না "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.