কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। যখন মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টা নিয়ে বিভিন্ন সংকট চলছে ঠিক তখনই ইসলাম বিদ্বেষী উগ্র খ্রীষ্টান ডাচ এমপি গ্রীট ওয়াইল্ডার্স বললেন জর্ডানই প্যালেষ্টাইন এবং পশ্চিমতীর, জেরুজালেম এগুলো আসলে ইসরাইলের অংশ।
Click This Link
খোদ ইহুদীদের খুব কম অংশ আছে যারা ফিলিস্তিনের অস্তিত্ব স্বীকার করে না। বেশীর ভাগই ফিলিস্তিনের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান চায়। আবার এমনও অনেক ইহুদী আছে যারা জিওনিষ্টদের দেখতেতো পারেই না বরং ইসরাইলও স্বীকার করে না।
বরং বলে ইসরাইল সৃষ্টি করে আসলে ইহুদী ধর্মের অবমাননা করা হয়েছে। কিছুদিন আগেও ইসরাইলী দৈনিক হারেৎসে লিবারম্যান, নেতানিয়াহু সহ সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে যে ৬৭ সালের পূর্বের ফিলিস্তিনকে অস্বীকার করার জন্য
Click This Link
বেশীর ভাগ ইসরাইলীই যেখানে চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব চূড়ান্ত শান্তিপূর্ণ সমঝোতায় ঠিক সেই মুহুর্তে এই উগ্র ডাচ এমপির বক্তব্য নিশ্চিত ভাবেই হামাস, হিজবুল্লাহ ও ইরানের আহমাদিনেজাদকে নতুন করে ইসরাইল বিরোধী কর্মকান্ডে উৎসাহ যোগাবে। এতদিন এরা চুপচাপ ছিল। এখন যদি এরা নব উদ্যোমে ইসরাইলে বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড বাড়িয়ে দেয় তো আমি অবাক হব না। আসলে পশ্চিমের এক দল উগ্র খ্রীষ্টান আছে যারা ইহুদীদের কে এ অঞ্চলে ঠেলে দিয়ে মুসলমানদের সাথে চিরস্থায় সংঘাত বাধিয়ে রাখতে চায়।
এই ওয়াইল্ডার্সও সে দলেরই। বছর দুয়েক আগে এই ওয়াইল্ডার্সকে বৃটেনে প্রবেশে অস্বীকৃতি জানায় গর্ডন ব্রাউনের প্রশাসন।
http://news.bbc.co.uk/1/hi/7885918.stm
আমরা এই ওয়াইল্ডার্সের ঘৃণ্য কর্মকান্ড ও মন্তব্যের তীব্র নিন্দা জানাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।