আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সব মিশন থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট প্রদান শুরু হচ্ছে কয়েক মাসের মধ্যে



বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ও আজ সোমবার আবুধাবি দূতাবাসে এমআরপির জন্য আবেদন ফরম জমা নেওয়া হয়। আগামী কয়েক মাসের মধ্যে দেশের বাইরে বাংলাদেশের সব মিশন থেকে এমআরপি প্রদান প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশের কারিগরি দল পর্যায়ক্রমে সব মিশনেই এমআরপি তৈরির যন্ত্র স্থাপন করবে। বিদেশে বাংলাদেশের এমআরপি প্রদানে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এমআরপি পেতে হলে বাংলাদেশী হিসেবে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে। যাদের পরিচয়পত্র নেই তাদেরকে স্বজনদের মাধ্যমে বাংলাদেশের নিজ ইউনিয়ন বা পৌরসভা থেকে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। গত বছর এমআরপি চালুর পর কয়েকটি দেশে হাতে লেখা পাসপোর্ট নিয়ে প্রবেশের ব্যাপারে বিধি নিষেধ আরোপ করা হয়। এরপর বাংলাদেশ সরকার হাতে লেখা ও যন্ত্রে পাঠযোগ্য- দুই ধরনের পাসপোর্টই বৈধ বলে ঢাকায় বিদেশি মিশনগুলোকে জানায়। এরপর বিদেশে বাংলাদেশি মিশনগুলোও এ বিষয়টি বাংলাদেশ থেকে জনশক্তি গ্রহণকারী দেশগুলোকে অবহিত করলে এ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়।

এরপরও বাংলাদেশ সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের এমআরপি প্রদান প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। সূত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.