আমাদের কথা খুঁজে নিন

   

ব্লাড গ্রুপ বি-পজেটিভ

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। রক্তে বলে রেভুল্যুশন হয় টাটকা রক্ত, মুছে যাওয়া রক্ত শুকিয়ে যাওয়া রক্ত, বিলাপরত রক্ত আঁঠালো রক্ত, সিমেন্টের রক্ত, কালো পিচের রক্ত ছবির রক্ত, লুকিয়ে ফেলা রক্ত ভেসে যাওয়া রক্ত, গোপন রক্ত হোলিখেলার রক্ত, গরাদের রক্ত ফেনাতোলা রক্ত, বমিআসা রক্ত রেভলন আর রেভুল্যুশন, রেভ ইল্যুশন রেভুল্যুশন আর লোশন আফটার শেভ, মৌতাত গন্ধ ভুরভুর মানুষপঁচা হেয়ারজেল মেখে রেভুল্যুশন, মানে নানান পতাকা হাতে সিএসআর পিএসআর, ডিএসএলআর চিৎকার দেয়, চিল চিৎকার চিৎকার দেয়, গণ সৎকার ভূমিষ্ট হয় রক্তে মাখা শিশু প্রতি ঝাকুনিতে, প্রতি বিটের ছটায় ছটায় প্রতি টকশো, প্রতি মকশো, প্রতি ঠকশো রক্তের দাগ, নাড়ীর বাঁধন হারিয়ে যায় পিক্সেলের ফোঁটায় ফোঁটায় খড়খড়ে কাগজ কিংবা পিচ্ছিল স্ক্রীণের তলায় ইতিহাসের চৌবাচ্চা ভাসিয়ে দিয়ে উপকূল ধেয়ে আসে নতুন রক্তখেকো রামপালে রক্তের হোলি, বনজ কয়লা মানুষের দেহ, ধরীত্রি দেহ অঙ্গার থেকে ছাই সিমেন্টে পিষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ঝকঝকে ময়লার খাই আর মহামান্য, মহাক্ষমতাধর, মহাবিষ্ময়, রেভ্যুউউউলুশন দরজায় কড়া নাড়ে রেভলনের গাঁঢ় লিপিষ্টিক ঠোঁটে দৈনন্দিন গা-সওয়া রক্তপাতের বিনিময়ে আমরা, এই আমরাই সমস্বরে বলি মিথ্যা এই শহরে, মিথ্যুক এই গ্রামে পূর্ববর্তী সকল ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করতে, আদি এবং একমাত্র সত্য রেভ্যুউউউলুশন এসেছে...তাকে আহরন কর কি এসেছে? রেভ্যুউউউলুশন এসেছে এখন শুধু দরকার, পঞ্চায়েত জুড়ে মহল্লা জুড়ে বুকের অঙ্গার সাঁরি সাঁরি রক্ত ক্যাম্প ও পজেটিভ, এ নেগেটিভ আর বি পজেটিভ, আর বি পজেটিভ, আর বি পজেটিভ, আর বি পজেটিভ....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।