সাবধান!! এখানে সিআইএ-র গোপন ক্যামেরা আছে
বীরদর্পেই অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পা রাখলেন সুইস মাস্টার রজার ফেদেরার। আজ চতুর্থ রাউন্ডে তিনি স্পেনের টমি রবরিদোকে ৬-৩,৩-৬,৬-৩ ও ৬-২ সেটে পরাজিত করেন। আজ প্রতিপক্ষ রবরিদো বেশ ভালো খেলেছে। কিন্ত ফেদেরার যত এগিয়ে যাচ্ছেন তার খেলার ধারও তত বেড়ে যাচ্ছে।
প্রথম সেটে ৩-৩ গেমে সমতা থাকা অবস্থায় রবরিদোকে আর কোনো সুযোগ না দিয়ে ৬-৩ গেমে জয়লাভ করে মাত্র ৩২ মিনিটে প্রথম সেট শেষ করেন।
ঠিক দ্বিতীয় সেটেই ঘুরে দাড়ান স্প্যানিয়ার্ড রবরিদো। ঠিক একইভাবে পাল্টা জবাব দিয়ে তিনিও মাত্র ৩২ মিনিটে একই ব্যবধানে দ্বিতীয় সেট জয়লাভ করে ১-১ সেটে সমতা নিয়ে আসেন।
তৃতীয় সেটে দুজনেই বেশ ভালো লড়াই করেন। কিন্তু অভিজ্ঞ ফেদেরারের সাথে কুলিয়ে উঠতে পারেননি রবরিদো। ৪৫ মিনিট লড়াইয়ের পর ফেদেরারের কাছে হার মানেন তিনি।
ব্যবধান আগের দুইসেটের মতোই ৬-৩।
চতুর্থ সেটে ফেদেরার রুদ্রমূর্তিধারণ করেন। প্রথম গেম প্রতিপক্ষ জয় লাভ করলেও পরবর্তী পাঁচটি গেম টানা জিতে তিনি ৫-১ ব্যবধানে এগিয়ে যান। সবাই যখন ধরেই নিচ্ছিল যে সপ্তম গেমেই ফেদেরার ম্যাচ শেষ করে দিবেন, ঠিক তখনই ০-৪০ অবস্থায় পিছিয়ে থেকে গেমটি জিতে ব্যবধান ৫-২ করেন রবরিদো। কিন্তু অষ্টম গেমে আর পার পাননি রবরিদো।
এই গেমটি ফেদেরার জিতে নিয়ে মোট ২ ঘন্টা ২৫ মিনিটে ম্যাচ শেষ করেন।
কোয়ার্টার ফাইনালে তিনি সম্ভবত আরেক কঠিন প্রতিপক্ষ অষ্টমবাছাই আমেরিকান অ্যান্ডি রডিকের মোকাবেলা করবেন।
ম্যাচের উল্লেখযোগ্য পরিসংখ্যানঃ
ফেদেরার এইস মেরেছেন ১০টি, রবরিদো ৬টি। উভয়েই ডাবল ফল্ট করেছেন ১টি করে। ফেদেরারের আনফোসর্ড এরর ৪০টি, অন্যদিকে প্রতিকক্ষ রবরিদোর ২১টি।
ফেদেরারের উইনার ৫০টি, রবরিদোর ২৮টি। রবরিদো ব্রেক পয়েন্ট পেয়েছেন ২টির মধ্যে ১টি, অপরদিকে ফেদেরার পেয়েছেন ১০টিতে ৪টি। আজ ফেদেরারের সার্ভিসের সবোর্চ্চ গতি ছিল ঘন্টায় ২০৩ কিমি, আর রবরিদোর ছিল ঘন্টায় সবোর্চ্চ ২০৫কিমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।