আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়ান ওয়েবে ইন্দোনেশিয়া থেকে হ্যাকিং

সংবাদসংস্থা বিবিসি প্রকাশিতি এক প্রতিবেদনে জানা গেছে, আক্রান্ত সাইটগুলো বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানাধীন।
এদিকে ইন্দোনেশিয়ায় অস্ট্রেলিয়া দুতাবাসের নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহ করছে এমন অভিযোগ প্রকা‍শিত হলে শুক্রবার ইন্দোনেশিয়ায় অস্ট্রেলিয় রাষ্ট্রদূতকে তলব করা হয়। তবে অস্ট্রেলিয়া সরকার এ বিষয়ে মন্তব্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।
ইন্দোনেশিয়ায় মার্কিন গোয়েন্দা সংস্থার কার্যক্রমের খবর প্রকাশিত হলে দেশটিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সেই ক্ষোভের অংশ হিসেবেই ওই সাইবার আক্রমণ চালানো হতে পারে দলে ধারণা করা হচ্ছে। তবে হ্যাকারদের ওই দলটি অ্যানোনিমাস নামে হ্যাকারদের পরিচিত আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারটি নেতালেগাওয়া এ প্রসঙ্গে বলেছেন, “যখন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া রাষ্ট্রীয়ভাবে কোনো অনৈতিক গোয়েন্দা কার্যক্রম চালিয়েছে কি না সেটি জানাতে অক্ষম, তখন আমি  তাদের কাছ থেকে অন্তত এই অঙ্গীকার চাই যে তারা ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ করবে না।”
তিনি আরও বলেছেন, “এ বিষয়ে তাদের নীরবতায় আমরা ধরে নিতে বাধ্য যে আসলেই এসব ঘটনা ঘটছে। আর আমরাও ব্যাপারটি তদন্ত করে দেখব।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.