তীব্র তাপদাহের কারণে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থদিনের (বৃহস্পতিবার) খেলা স্থগিত করতে বাধ্য হয়েছে আয়োজকরা। এছাড়া গরমে অসুস্থ হয়ে পড়েছেন মার্কিন টেনিস খোলোয়াড় ভারভারা লেপচেনকো।
অস্ট্রেলিয়ায় গত কয়েকদিন ধরে চলা তাপদাহ আরও তীব্র হয়ে আজ স্থানীয় সময় ১৩টা ৫৩ মিনিটে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। এ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আর সকাল ১১টায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
উল্লেখ্য, টুর্নামেন্টের শুরু থেকে তাপদাহের কারণে খেলোয়াড়দের অজ্ঞান হওয়া, মূর্ছা যাওয়া ও বমি করতে দেখা যায়। যা খেলোযাড়দের মারাত্মক স্বাস্থ্য বির্পযয়ের কারণ হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।