মঙ্গলবার মেয়েদের বিভাগে সরাসরি সেটে জিতেছেন দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাও।
ছেলেদের টেনিসে শীর্ষ বাছাই নাদাল দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বার্নাড টমিচ চোট পেয়ে আর খেলতে না পারায়। প্রথম সেট ৬-৪ গেমে জিতেছিলেন নাদাল।
প্রথম রাউন্ডে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী সুইজারল্যান্ডের ফেদেরার ৬-৪, ৬-৪, ৬-২ গেমে অস্ট্রেলিয়ার জেমস ডাকওয়ার্থকে হারিয়েছেন। দু'টি গ্র্যান্ড স্লামজয়ী ব্রিটেনের মারে ৬-১, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন জাপানের জো সোয়েদাকে।
প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ফেদেরার।
পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে আরো উঠেছেন পঞ্চম বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো ও দশম বাছাই ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা।
এছাড়া মেয়েদের এককের পরবর্তী রাউন্ডে উঠেছেন পঞ্চম বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা, অষ্টম বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচ ও সাবেক এক নম্বর ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।