shamseerbd@yahoo.com
মানব বন্ধন করে কি হয়- প্রশ্নটা আমার মাথায়ও ঘুরপাক খেত। হয়ত কিছুই হয়না আবার অনেক কিছুও হয়। দেশ নিয়ে অনেক কিছুইত ভাবি, অনেক কিছুইত বলি- তাতেই বা কি হয়। ব্লগে লিখে কত বিপ্লবই করে ফেলা হল। যেটা মানি এবং বিশ্বাস করি সেটা হল- ব্লগ বিপ্লবের জায়গা নয়।
তার মানে কি আমরা কিছুই করবনা, শুধু বলেই খালাস হব। আমার ক্ষমতা সীমিত, তাই বলে কি আমি প্রতিবাদ ও করবনা। ফলাফল যায় হউক আমাকেত জানাতে হবে আমার দাবী।
ব্লগাররা যখন প্রেসক্লাবে দাঁড়াবে বলে ঠিক করল, তখনই ডিসিশান নিলাম আমিও যাব। কাছের বন্ধুদেরকেও বললাম, তারাও সম্মতি দিল।
পক্ষেবিপক্ষে নানা লেখা দেখলাম, কিন্তু বিপক্ষ (!!!)শক্তিকে হঠিয়ে দিয়ে দেখলামনা কেউ ঘোষনা দিচ্ছে যে আসুন আমরাই দায়িত্ব নিচ্ছি। যে ঘটনার জন্য এই আয়োজন সেটার যৌক্তিকতা কতটুকু তা নিয়ে কেউ এগিয়ে আসছেনা। বিপক্ষ শক্তির উপস্হিতিই বা কতটুকু সেটা নিয়েও কোন বিশ্বাসযোগ্য কিছু পেলামনা। বিপ্লবে সবাই আগ্রহী কিন্তু বিপ্লবী হতে কেউ চাইলনা। আমার ও ইচ্ছাটা বেড়ে গেল দেখি কি হয়- কারা মাছ শিকার করতে চায় একটু দেখা দরকার, আর আসলে মাছটা কি সেটাও জানা দরকার।
আর মানববন্ধন না হলেই বা কারা বেনিফিশিয়ারি তাদের নিয়ে ভাবার ইচ্ছা হলনা- হলে কেউ বেনিফিশিয়ারি হয় কিনা সেটা দেখার ইচ্ছাটাই কাজ করল।
আচ্ছা দুনিয়াটা কি এতই সোজা যে আমরা অনেকে থাকলে তারপরও আমাদের সামনে দিয়ে কেউ অন্যায়ভাবে আমাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাবে। অন্যদের কথা জানিনা- আমি জানি অত সোজা না। আমি দাঁড়িয়ে থাকব আর কেউ আমাকে ব্যবহার করবে-আমি চুপচাপ দেখব এটা কি হয়। ভিন্নমতাবলম্বী কেউ আমাকে ব্যবহার করবে -এটা কি কেউ হতে দিতে পারে।
আমাদের দেশ নিয়ে কেউ রাজনীতি করবে তাওত আমরা হতে দিতে পারিনা । শুধু লিখে কেন, সামনাসামনিও আমাদের প্রতিবাদ করতে হবে, কাউকে অন্যায় সুযোগ কেন দিব আমরা। সেটারও সামনাসামনি প্রতিবাদ করার সাহস আমার থাকতে হবে।
না কাউকে সুযোগ নিতে আমি দেখিনি, চাইলে অন্তত প্রতিবাদ করার সৎসাহস আমার ছিল, সেটা আমি করতাম।
আর পৃথিবীতে সুযোগ সন্ধানীরা থাকবে, সেটা সবসময় সব দলেই আছে।
থাক তারা তাদের মত করে...........ফলাফল যায় হউক , আমার সাধ্য যতটুকু তা নিয়ে আমি দাঁড়িয়েছি, আমার দেশের জন্য, আমার সরকারকে জানানোর দরকার ছিল আমরা এটা মেনে নিতে পারছিনা, আপনারা প্রতিবাদ করুন, এভাবে চলতে পারেনা।
ব্যাস এতটুকুই........................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।