সাংবাদিকদের উপর হামলা ও বেশ কয়েকজন সাংবাদিক আহত হওয়ার ঘটনা নিয়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে সরকার সমর্থক ও বিএনপি সমর্থক বিএফইউজে এবং ডিইউজের পাল্টাপাল্টি সমাবেশ করেছে।
আজ সোমবার বেলা ১১টা কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি সমর্থিত বিএফইউজে ও ডিইউজের সাংবাদিকরা দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাবের পশ্চিম পাশে তাদের অস্থায়ী মঞ্চে সমাবেশ শুরু করেন।
অন্যদিক সরকার সমর্থিত সাংবাদিকরা প্রেসক্লাবের প্রধান ফটকের পাশে ব্যানার টাঙিয়ে বেলা পৌনে ১২টায় সমাবেশের কাজ শুরু করেন।
ডিইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সরকার সমর্থিক সাংবাদিকদের মধ্যে উপস্থিত আছেন- প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, ডিইউজের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, দফতর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, সাবেক জনকল্যাণ বিষয়ক সম্পাদক রফিক উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে জান্নাত আক্তার সীমা প্রমুখ।
বিএফইউজের সভাপতি রুহুর আমিন গাজীর সভাপতিত্বে বিএনপি সমর্থিত সাংবাদিকদের মধ্যে সমাবেশে উপস্থিত আছেন- ডিইউজের সভাপতি আবদুল হাই সিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রদান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।