তিনি বলেছেন, প্রেসক্লাবে একটি ‘জঙ্গিগোষ্ঠীর’ বৈঠকের খবরও পুলিশের কাছে রয়েছে।
নতুন বছরের প্রথম প্রহরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রোববার বিরোধী দলের ঢাকা অভিযাত্রা ও সমাবেশ কর্মসূচির ঘোষণার মধ্যে জাতীয় প্রেসক্লাবে বিএনপি-জামায়াতপন্থী সাংবাকিদের সঙ্গে প্রেসক্লাবে এবং বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে সুপ্রিম কোর্টে সংঘর্ষ হয় সরকার সমর্থকরা। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ঢিল ছোড়াছুড়ি হয়।
পরে প্রেসক্লাবের ভেতরেও দুই দলের সমর্থক সাংবাদিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এই দুই ঘটনা প্রসঙ্গে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে বেনজির বলেন, “জাতীয় প্রেসক্লাব ও হাই কোর্টকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে একটি বিশেষ গোষ্ঠী। বিশেষ করে প্রেসক্লাবে একটি জঙ্গিগোষ্ঠীর মিটিং করার খবরও পুলিশের কাছে রয়েছে। ”
পুলিশ রোববার যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই উচ্চ আদালতে ঢুকেছিল জানিয়ে তিনি বলেন, “আইনজীবী পরিচয়ের আড়ালে বহিরাগত, এমনকি ক্যাডাররাও কাল আদালতের ভেতরে ছিল। ”
রোববারের ঘটনা খতিয়ে দেখতে আদালতের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করারও আহ্বান জানান পুলিশ কমিশনার।
ফাইল ছবি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।