কালের স্রোত
প্রতারণার অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী ১২ জনের জাতীয় প্রেসক্লাবে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক অনুষ্ঠান চলাকালে আয়োজকদের সাথে প্রতারণা করার অভিযোগ আনা হয়। তারা নিজেদের সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, বাংলাদেশ নিউজ এজেন্সি, দৈনিক আজকের বিনোদন, অন্যায়ের প্রতিবাদসহ আরো বেশ কয়েকটি সংবাদপত্রের সংবাদকর্মী হিসেবে পরিচয় দেন। ঘটনাস্থলে উপস্থিত ঢাকা
সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম শীর্ষ নিউজ ডটকমকে জানিয়েছেন, প্রতারক চক্রটি অনুষ্ঠানস্থলে প্রবেশ করে আয়োজক কর্তৃপক্ষের কাছে বিভিন্ন অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকে। এছাড়া অনুষ্ঠানের সংবাদ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশের শর্তে তারা আয়োজকদের কাছে অনৈতিক সুবিধা দাবি করেন। এ ঘটনা জানার পর অনুষ্ঠানস্থলে উপস্থিত অপরাপর সংবাদকর্মীরা ওই ১২ জনকে চ্যালেঞ্জ করে। তাদের কাছে পরিচয়পত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন।
তৎক্ষণাৎ প্রেসক্লাব কর্তৃপক্ষ ওই ১২জনকে আটক করে। আমন্ত্রণ ছাড়া প্রেসক্লাবের আর কোনো অনুষ্ঠানে প্রবেশ না করার শর্তে পরবর্তীতে তাদের ছেড়ে দেয়া হয়।
সূত্র: শীর্ষ নিউজ ডটকম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।