ও গানওয়ালা, আর একটা গান গাও... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।
কদিন ধরে ব্লগে একদমই লগ ইন করতে ইচ্ছে করে না! সামুকে ঘিরে ধরেছে যেন অশুভ কোন প্রেত আত্মা! কোথায় আমাদের সেই প্রাণবন্ত সামহোয়ারইনব্লগ?
আমার প্রিয় গুনী লেখক-ব্লগাররা কেন যেন হাত গুটিয়ে বসে আছেন!
সেই সুযোগে পাতায় পাতায় ভরে যাচ্ছে রাজনৈতিক এজেন্ডা পূরণ-প্রচারের বিভিন্ন পোস্ট। আপনাদের মতামত দয়া করে রাস্তায় পল্টন ময়দানে যেয়ে প্রকাশ করুন। সামুকে শুধু মাত্র শিল্প-সাহিত্য আর সুস্থ মত প্রকাশের ক্ষেত্র হিসাবে দেখতে চাই।
এসব প্রতিরোধে আমরা সাধারন ব্লগাররা কি করতে পারি?
সহজ উপায়...
আসুন সামুকে ভালবেসে সুস্থ সুন্দর লেখা দিয়ে এর প্রতি পাতার প্রতি ইঞ্চি ভরিয়ে ফেলি।
ওদের পোস্ট আপনাদের মননশীল লেখার তোড়ে ভেসে যাক।
যারা একই বিষয়ে অকারণে কাদা ছোড়াছুড়ি মার্কা শত শত পোস্ট দিচ্ছেন তাদেরকে বলছি,
যথেষ্ট হয়েছে।
দয়া করে এবার থামুন।
_______________________________________________
আজকে আমার বাগানের কিছু ছবি তুললাম, দেখুন ভাল লাগে কিনা।
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.
১৫.
_____________________________________________
কবির চৌধুরীর পোস্টে গান না থাকলে মানায়?
আমার প্রিয় একটি গান আপনাদের জন্য শেয়ার করলাম।
(Talk about the passion - REM)
Empty prayer, empty mouths, combien reaction
Empty prayer, empty mouths, talk about the passion
Not everyone can carry the weight of the world
Not everyone can carry the weight of the world
Talk about the passion
Talk about the passion
Empty prayer, empty mouths, combien reaction
Empty prayer, empty mouths, talk about the passion
Combien, combien, combien de temps?
Not everyone can carry the weight of the world
Not everyone can carry the weight of the world
Combien, combien, combien de temps?
এমপিথ্রি নামাতে এখানে ক্লিক করুন।
_____________________________________________
সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।