আমাদের কথা খুঁজে নিন

   

‘বিচার বিভাগের জবাবদিহিতা সংসদের কাছে’

বাঙলা কবিতা

------------------------------ বিচার বিভাগকে সংসদের কাছেই জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত এমপি৷ তিনি ’৭২-এর সংবিধান অনুযায়ী সংসদের কাছেই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি করেছেন৷ ------------------------------ প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বক্তব্যের বিরোধিতা করে আইন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, বিচার বিভাগ তথা সুপ্রিম কোর্টকে সংসদের কাছে জবাবদিহি করতে হবে৷ তিনি প্রধান বিচারপতির বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘‘প্রধান বিচারপতি বলেছেন সার্বভৌম ক্ষমতার অধিকারি জনগণ৷ বিচার বিভাগের জবাবদিহিতা জনগণের কাছে৷ অন্য কারুর কাছে নয়৷'' সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘‘তাই যদি হয় তাহলে জনগণ জবাবদিহিতা নিশ্চিত করবে কীভাবে৷ এটাতো আর প্রাচীন গ্রীক গণতন্ত্র নয় যে একটি শহরে ১৬ কোটি লোক এক হয়ে সিদ্ধান্ত দিল৷ জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের নির্বাচিত করেন৷ আর সংসদের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়৷ জনগণ জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদকে দায়িত্ব দিয়েছে৷'' তিনি বলেন, সংসদ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ সমান বা পরিপূরক হতে পারেনা৷ সংবিধানেই নির্দিষ্ট করে দেয়া আছে কোন বিভাগ কার কাছে দায়বদ্ধ৷ সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদ সংসদের কাছে দায়বদ্ধ৷ আর ১৯৭২ সালের সংবিধানে কোন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিলনা৷ বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদকেই দেয়া ছিল৷ সামরিক ফরমানের মাধ্যমে তার পরিবর্তন হয়েছে৷ সেই সব সামরিক আইন, ফরমান বাতিল হয়েছে৷ গত একমাস ধরে সংসদ আর বিচার বিভাগের এই বিতর্ক চলছে৷ বিতর্কের শুরু হয় সংসদীয় কমিটিতে সুপ্রিমকোর্টের বিচারপতিদের ডাকা যাবে কি-না সেই প্রশ্নে৷ সংসদীয় কমিটিতে ডাকা হলে সরকারের কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক করার একটি আইন প্রণয়ন এখন প্রক্রিয়াধীন আছে৷ -------------- Source : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.