আমাদের কথা খুঁজে নিন

   

সত্য সর্বদাই অমলিন



পাড়ায় ছোট-বড় সবাই এক নামে চিনে, বাড়িতেও মা-বাবা, ভাই-বোন তাকে অনেক আদর-যতœ কওে, ভালবাসে। কিন্তু সেই উচ্ছল ছেলেটি একদিন অনেক রাত করে বাড়ি ফিরল, তারপর থেকে সে এটা নিয়মিত করতে লাগল। মা-বাবা তাকে অনেক বকাবকি করল, কিন্তু কিছুতেই তার এ অভ্রাস পরিবর্তন হল না। প্রাণবন্ত ছেলেটি এখন নিসপ্রভ, স্বাস্থ্য তার মলিন হতে শুরু করেছে। আগের মত সে সবার সাথে কথা বলে না।

কেমন যেন মনমরা ভাব নিয়ে চলাফেরা করে। কলেজ ছাড়া দিনের বেশীর সময় ভাগ বাড়িতে ঘুমিয়ে কাটায়। কিছু জিঞ্জেস করলে তার কোন সু-স্পষ্ট উত্তর দিতে পারে না। নিয়মিত খাওয়া-দাওয়া করে না আগের মত। কেউ ভেবে পায় না মুক্ত প্রাণের ছেলেটা হঠাত কেন এমন হয়ে গেল?।

ক্রমাগত তার মেজাজ খিটমিটে হতে থাকে, ওর ঘরে কাউকে ঢুকতে দেয় না। একসময় টাকা-পয়সার জন্য সে পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এমন অবস্থায় একদিন ঘর থেকে উদ্ধার করা হয়.......ট্যাবলেট, ইনজেকশন, সিরিঞ্জ সহ কয়েক প্রকার মাদক........। মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল তার মা-বাবার। তাদের অজান্তে সর্বনাশা মাদকের বিষাক্ত ছোবলে নীল হয়ে গেছে তাদের ছেলে।

চূড়ান্ত সর্বনাশ হবার আগে তাকে উপযুক্ত চিকিতসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়...........এমনি ভাবে শুধু এই ছেলেটিই নয় আমাদের চার পাশের অনেক মা-বাবার সুস্থ সন্তান মাদকের বিষাক্ত ছোবলে আক্রান্ত হচ্ছে, কিন্তু কেন তারা মাদকের প্রতি আসক্ত হচ্ছে.......? এর কোন সঠিক উত্তর নেই কারো কাছেই। মাদক গ্রহণের প্রধান কারণ আবেগ এবং খারাপ বন্ধু-বান্ধবের সাথে মেলমেশা। অল্প বয়সে অনেকে প্রেমে আঘাত পায়, আর সেই আঘাতের যন্ত্রনা ভুলে থাকতে মাদক গ্রহণের পথে ধাবিত হয়। কিন্তু সত্যি সত্যিই কি মাদক জীবন যন্ত্রনা ভূলিয়ে দিতে পারে........? পারেনা.....!! এই বিষ আরও বেশী যন্ত্রনা দেয়। জীবনের সব আশা আকাঙ্খা, সুখ-শান্তি ধ্বংস করে দেয়।

তাই এখনই সময় তোমার সাবধান হবার। যত কষ্টই পাও সে কষ্টের আবেগে আর যাই কর, মাদক ছুয়ো না......!!! কারণ মাদক তোমাকে তিল তিল করে শেষ করে দিবে। কিন্তু তুমি যার জন্য আত্মঘাতি আবেগী হয়েছ তার কিন্তু কিছুই হবে না। সে দিব্যি ভাল থাকবে, তোমার চেয়ে অনেক বেশী সুখী জীবন-যাপন করবে। তাছাড়া সুখের বশেও কখনো মাদক গ্রহণ করতে যেও না......!!! কারণ একদিনের সুখ খুলে দিতে পাওে চিরদিনের এ বিষাক্ত রাজজের দরজা।

সে দরজা দিয়ে যখন খুশি যেতে পার এবং যেতেই হবে। তাই আবেগ কিংবা সুখের জন্য এই বয়সে কখনো কোনদিন মাদক মাদক এর নাম উচ্চারণ করো না। কারণ ওই বিষাক্ত জগতে একবার কেউ প্রবেশ করলে সে আর বের হওয়ার পথ খুজে পায় না। !!!! তাই সাবধান!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.