আমাদের কথা খুঁজে নিন

   

প্রেসক্লাবের সামনে আজ ক্যাটল মার্কেট বসবে-আমার ভাবনা

* আমি খুজে বেড়াই নিজেকে *

হায়রে ছাগল, কত ছাগু, ছাগু বান্ধব দেখলাম ভারতের কাছে থেকে দেশের কোন স্বার্থ আদায় করেছে এমন প্রমান নাই। কোমরে গামছা বাইণ্ধা যায় ফারাক্কার পানি আনতে আইস্যা কয় আলাপ করতে ভুইল্যা গেছি। দেশে ভারতীয় পন্যের অবাধ পসরা বানিয়ে রেখেছে। ফেন্সিডিলের গোডাউন বানাইয়া নিজেরা সহ মাতাল হয়েছে। পঁচা ট্যাক্সি ক্যাবের ভাগাড়ে পরিনত করেছে।

ভারতীয় পঁচা চাল উল্টো টাকা দিয়ে ডাম্পিং স্টেশন বানিয়েছে। ইহারা দেশের সম্মান রক্ষা করতে নামে কাছা মাইরা আর রাস্তায় নেমে ফাল মারে বাসার গিয়া হিন্দি চ্যনেল খায়, ইন্ডিয়ার ডিম খায়, পেয়াজ খায়, গরু খায়, ফেয়ার & লাভলী খায়, শাড়ি লেহেংগা খায়, ইউনিলিভার খায়, গরম মশলা খায়, ফেন্সিডিল খায়,স্পিকএশিয়া খায়। ফেলানিদের দুঃখ, সমস্য সমাধান না করে রাজনৈতিক ব্যবসা নিয়ে ব্যস্ত কিছু সাবালক বুদ্ধি প্রতিবন্ধি ছাগুদল। ------------------------------------------------------------------------------------ => বলেছিনা, জামাত ছাগু গুলার বাংলাদেশের ব্যপারে নোংরা নাক গলানোর কোন অধিকার নাই। পাকিস্তানকে নিয়ে তুমরা হাসো, কান্দো, মজা করো, বিশ্বাস কর আমি কিছুই বলবো না।

হায়রে ছাগল, কত ছাগু, ছাগু বান্ধব দেখলাম ভারতের কাছে থেকে দেশের কোন স্বার্থ আদায় করেছে এমন প্রমান নাই। কোমরে গামছা বাইণ্ধা যায় ফারাক্কার পানি আনতে আইস্যা কয় আলাপ করতে ভুইল্যা গেছি। দেশে ভারতীয় পন্যের অবাধ পসরা বানিয়ে রেখেছে। ফেন্সিডিলের গোডাউন বানাইয়া নিজেরা সহ মাতাল হয়েছে। পঁচা ট্যাক্সি ক্যাবের ভাগাড়ে পরিনত করেছে।

ভারতীয় পঁচা চাল উল্টো টাকা দিয়ে ডাম্পিং স্টেশন বানিয়েছে। ইহারা দেশের সম্মান রক্ষা করতে নামে কাছা মাইরা আর রাস্তায় নেমে ফাল মারে বাসার গিয়া হিন্দি চ্যনেল খায়, ইন্ডিয়ার ডিম খায়, পেয়াজ খায়, গরু খায়, ফেয়ার & লাভলী খায়, শাড়ি লেহেংগা খায়, ইউনিলিভার খায়, গরম মশলা খায়, ফেন্সিডিল খায়,স্পিকএশিয়া খায়। ফেলানিদের দুঃখ, সমস্য সমাধান না করে রাজনৈতিক ব্যবসা নিয়ে ব্যস্ত কিছু সাবালক বুদ্ধি প্রতিবন্ধি ছাগুদল। ------------------------------------------------------------------------------------ => বলেছিনা, জামাত ছাগু গুলার বাংলাদেশের ব্যপারে নোংরা নাক গলানোর কোন অধিকার নাই। পাকিস্তানকে নিয়ে তুমরা হাসো, কান্দো, মজা করো, বিশ্বাস কর আমি কিছুই বলবো না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.