জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) গতকাল অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে অতিরিক্ত সাধারণ সভা শুরু হয়। এতে জাতীয় প্রেসক্লাবের নবীন-প্রবীণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিগত দ্বিবার্ষিক সাধারণ সভার রিপোর্ট উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদা ইয়ামিন। এর পর বিগত এক বছরের কর্মকাণ্ডের ওপর সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সৈয়দ আবদাল আহমদ ও কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করেন বদিউল আলম।
সকাল থেকে শুরু হওয়া এই সভা জুমার নামাজের বিরতি ও মধ্যাহ্ন ভোজের পর বিকাল পর্যন্ত চলে। সভায় ক্লাবের সদস্যরা সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর বিস্তারিত আলোচনা করেন। আলোচকরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের ঝুঁকি দিন দিন বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।