সামুতে এই রকম একটা বড় সিদ্ধান্ত নেবার আগে ব্লগারদের তো একটা ভোট দেবার ব্যবস্থা করতে পারত। সিদ্ধান্তটা একপেশে হয়ে গেল না। আমি নিজেও তো অনেক পোস্ট রেটিং ভাল বা খুব খারাপ হলে ক্লিক করতাম; দেখার আগ্রহ পেতাম। এখন আগে পোস্ট পড় । তারপর কমেন্ট পড় ।
এত সময় কই
তাছাড়া ফেসবুকে কেন লাইক দিতে হবে , এটা সামু নিজেস্ব হতে পারত না !! ফেসবুক সময় নষ্ট করে। আমেরিকায় এর কুফল নিয়ে রিসার্চ হচ্ছে। আর এখানে ফেসবুক ব্যবহারে বাধ্য করা হচ্ছে
নতুন পদ্ধতিতে কারা খুশি হতে পারে ? কেবল তারাই যারা উল্টাপাল্টা ব্লগিং করে । বেশিরভাগ ব্লগারইতো দেখলাম পরিবর্তিত পোস্ট রেটিং সিস্টেম নিয়ে চরম বিরক্ত।
+ - চাই।
সামুর নিজস্ব লাইক বাটন চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।