= শাফিক আফতাব--------------- স্বর্ণলতা, একদিন তুমি ছেঁয়েছিলে আমার শীর্ষ ; সৌন্দর্যের নান্দনিক রূপে শোভা বিচ্ছুরিত, রাঙা আর রঙিন করেছিলে দিন, মাস, বর্ষ নুতন কত অর্থ তুমি করেছিলে অনূদিত। সময় চলে গেছে বলে তুমি বদলে গেছো, আমার শীর্ষে তোমার শোভা শোভিত হয় না, উধাও এখন তুমি কোথায় যেন চলেছো ! তোমার রহস্য আমার কিছুই নয় জানা। সুসময়ে তুমি এসে রঙিন করেছিলে মরাবৃক্ষ, আমার অন্তসারশূন্যতা কেউ পাইনি টের ; আমার কাণ্ডে পাতায় রস নেই যখন করলে লক্ষ্য, আপনায় তুমিও হলে যাত্রী নিরুদ্দেশ্যের। স্বর্ণলতা, তুমি আমার সুদিনের বন্ধু ছিলে কপাল পড়েছে বলে, তাই কি চলে গেলে ? ০১.০২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।