আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্ণলতা



নূপুর পায়ে দুলদুলিয়ে পথ চলোনা তুমি হৃদয়ে মোর কাপন লাগে পাগোল হবো আমি, সু-শ্রী দেহ তোমার লাউয়ের ডগার মতো তোমাই নিয়ে কাব্য লিখে হবো আমি খ্যাত। সুন্দরের প্রতিচ্ছবি তুমি'ই উপমা কুঞ্জবনে ফুল ফুটেছে তুমি, অবচেতনা। কাপা ঠোটে চাইযে কতে বলতে পারি না আমার চোখে চোখ রেখেতা বুঝতে পারো না। ভালোকে ভালো বলা কর্ম আমার নয় তবু যেন তুমি আমায় করে নিলে জয়। ওসোহাগী স্বর্ণলতা আমার কথা শোন তোমায় নিয়ে স্বপ্ন দেখি গালি দিওনা যেন। লেখা ও ছবি সেলিম জাহাঙ্গীর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।