অথচ বাঁচার মতন সুখ কোথাও কখনো আর ছিলনা...।
স্বর্ণলতা
-----------------------------------------------------
বৃক্ষের বুকের কাছে লেপ্টে শুয়ে থাকি
আদরে ওড়াই তার বন্ধনচ্যুত চুল
বাকলের আদর মাখি ,স্পর্শে শিহরণ
উড়ে আসা এই উল্কা আসলে আমার?
বৃক্ষ, প্রিয়, ইতিহাস বলো
আস্তে আস্তে উলটে যাই অতিপ্রিয় পাতা
তোমার যা স্খলন তা অত্যন্ত আপন আমার, তোমার যা
বীয্য জ্যোতিনাশ,
তোমার যা পাপ, আমি তাও
গেঁথে নেবো সর্বংসহা নাভীতে আমার।
তোমার অদেখা রঙ,
দেখে নেই বসে একসাথে-হাত রেখে হাতে-
জনহীন একান্ত প্রভাতে।
তোমার আক্রোশে ক্ষত আমাকেই দিও
অক্লেশে ঝরাবো রক্ত-গন্ধ চিনে নিও!
অক্লেশে ওড়াব চক্ষু, অন্ধ হয়ে যাব!
অন্ধকারে খুঁজে নেবো তোমার গোপন
শীত এসে গেছে বৃক্ষ, খড়কুটো দেবে, কোটোরে তোমার?
বৃক্ষের বুকের কাছে লেপ্টে শুয়ে থাকি
আশ্রয় উল্লাস জাগে, লুব্ধ চেতনায় বাড়ে ফুল
পরগাছা বুঝে মালী
উপড়ে দিয়ে যায়,
আমার সে বাঁচা বাড়া, আমার সে মূল!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।