আগামীকাল থেকে আরম্ভ হতে যাচ্ছে তাবলীগ জামাতের এ বছরের প্রথম বিশ্ব ইস্তেমা। শহরের বিভিন্ন মসজিদে গেলো সপ্তাহ জুড়ে ছিল তাদের দাওয়াতি কার্যক্রম। দাওয়াত প্রদানে যে শব্দযুগল ব্যবহার করা হয়েছিল, সেটাতে আমার আপত্তি আছে বলেই আজ কিছু লিখছি এখানে। মানুষকে মনোস্তাত্ত্বিক দুর্বল করবার জন্যে কেউ কেউ বলছিলেন, বিশ্ব ইস্তেমা হলো গরীব লোকের হজ্জ। যা সম্পূর্ণ অসত্য কথা।
কোনো বিচারেই এটা হজ্জের সাথে তুলনীয় নয়, হজ্জ মুসলমানদের জন্য ফরজ ইবাদত যা আল্লাহ তায়ালা নির্দেশ করেছেন। হজ্জের যাবতীয় আচার নির্দিষ্ট।
অন্যদিকে বিশ্ব ইস্তেমা তাবলীগ জামাত অনুসারীদের বাৎসরিক মিলনমেলা, যেখানে ধর্ম বিষয়ক তাদের মতবাদ প্রচার করা হয়।
হজ্জের পর মুসলমানদের বৃহত্তর সমাবেশ - বলাটাও আমি মনে করি উচিত নয়। বিশ্বের সকল মতবাদের মুসলমান তো নয়ই কেবল তাবলীগ জামাত অনুসারীরা এখানে সমবেত হয়, বিশ্ব ইস্তেমা কেবল তাদেরই জন্য।
বাংলাদেশীরা যায় কেউ বুঝে আর কেউ হুজুগে পড়ে। বিশ্ব ইস্তেমা কেন; কোনো কিছুই কাজে লাগবে না যদি সারা বছর সৎ ও সত্যের পথে না চলি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।