CCNA, BUET
টঙ্গীর তুরাগ পারে কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৪৬তম আয়োজন। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ জন্য রাজধানীর উপকণ্ঠে টঙ্গীতে ইজতেমা ময়দান মুসলি্লদের অপেক্ষায়। এ বছর মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম মহাসমাবেশ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই দফায়।
প্রথম দফায় ২১ জানুয়ারি শুরু হয়ে ২৩ তারিখ শেষ হবে। এরপর চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় দফা ২৮ তারিখ শুরু হবে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। ৬৪টি জেলাকে দুই পর্বে ভাগ করে প্রতি পর্বে ৩২টি খিত্তা থাকছে। তবে উভয় পর্বেই থাকছে আখেরি মোনাজাত।
বিশ্ব ইজতেমা উপলক্ষে উত্তরা, তুরাগ, ইজতেমা ময়দানসহ টঙ্গীর আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। আইনশৃক্সখলা বাহিনীর প্রায় ২৫ হাজার সদস্য থাকছেন নিরাপত্তার দায়িত্বে। টঙ্গীর টিআইসি মাঠ, সরকারি হাসপাতাল ও মুন্নু টেক্সটাইল মিলে অস্থায়ী পুলিশ ব্যারাক নির্মাণ করা হয়েছে। ইজতেমা মাঠে প্রবেশের ক্ষেত্রে সবগুলো রাস্তায় মুখোমুখি হতে হবে তিন স্তরে নিরাপত্তা তল্লাশির। প্যান্ডেলের ভেতরে ও বাইরে থাকছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রায় এক হাজার সদস্য।
পুলিশের গোয়েন্দা বিভাগ ও র্যাব যৌথ উদ্যোগে ৬২টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শেষ করেছে। এ বছর সরকার ইজতেমা মাঠের উন্নয়নে পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ও পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকারের ইজতেমা মাঠ পরিদর্শনের কথা রয়েছে। ইজতেমার প্রথম পর্বের শেষ দিন ঢাকা ময়মনসিংহ সড়ক দুপুর পর্যন্ত বন্ধ রাখা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।