আমাদের কথা খুঁজে নিন

   

গণিত শিখন সামগ্রী মেলা

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

আমাদের দেশে অনেক ধরণের কাজ হয়। এর মধ্যে গণিত নিয়ে যে সব কাজ হয় তার ব্যাপারে আমার ব্যাপক আগ্রহ। কাজে সরকারের টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট যখনই ডাকে, যাওয়ার চেষ্টা করি। ব্র্যাকের লোকজন ডাকলেও যাই।

না ডাকলেও যাই, খবর পেলে। আগামী ২৩ তারিখ সেরকম একটা কিছু হবে। গণিত শিক্ষাকে ক্লাসরুমে জনপ্রিয় করার জন্য নানা রকম সামগ্রী তৈরি করা হয়েছে। শুধু টিকিউআই বা ব্র্যাক নয়, সঙ্গে টিচার্স ট্রেনিং কলেজ, সেকায়েপ প্রকল্প ইত্যাদিও আছে। তাদের সব শিখন সামগ্রীর একটি মেলা হবে আগামী ২৩ জানুয়ারি সেন্ট যোসেফ স্কুলে।

সকাল থেকে দুপুর পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। এসব মেলার কথা হলে আমার স্কুল শিক্ষক প্রয়াত আবদুস সাত্তার স্যারের কথা মনে পড়ে। তাঁর পাই সেখানোর পদ্ধতি এখনো আমি মনে রেখেছি। তিনি একদিন আমাদের হোম ওয়ার্ক দিয়েছিলেন আমাদেরকে যেন বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত একে, মায়ের কাছ থেকে সুতো নিয়ে পরিধি আর ব্যাসের অনুপাত বের করে আনি। আমরা প্রায় সকলে সেটি করে আনি।

স্যার একপাশ থেকে সবার রেজাল্ট বোর্ডে লিখতে শুরু করলেন। আর কিছুক্ষনের মধ্যে পুরো ক্লাসের সবাই অবাক হয়ে দেখলাম আমাদের সবার উত্তর প্রায় একই!!! তারপর স্যার তা ব্যাখ্যা করলেন। স্যারের এই পদ্ধতিটি আমি খুব মেনেছি। এ বছর সারাদেশের গণিত উৎসবে আমি মাইনাসে মাইনাসে গুন করলে কেন প্লাস হয় সেটি বোঝানোর চেষ্টা করছি লাফ দিয়ে! সংখ্যারেখায় গুন বোঝানোর জন্য লাফের আমদানী! আমার ধারণা, যেহেতু আমাদের মোতাহার হোসেন গণিত একাডেমিতে ক্লাশ ত্রি-ফাইফের শিক্ষার্থীরা সেটি বুঝেছে, কাজে বেশিরভাগ ছেলে মেয়ে সেটি বুজেছে!!! ভাবছি এটার একটি ভিডিও টিউটোরিয়াল করবো। তবে, লাফটা আমি না দিয়ে অন্য কাউকে দিতে বলবো।

আমাদের দেশে গণিতের ব্যাপারে অনেকেরই এখন উৎসাহ দেখছি, অনেকেই তা নিয়ে ভাবছেন। আশাকরি, এই ভাবার ব্যাপারটা আমাদের দেশের গণিত শিক্ষায় সত্যিকারের বদল ঘটাবে। সেদিন নিশ্চয়ই আমাদের লাফালাফির ব্যাপারটার মুক্তি হবে। সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.