সোমবার বেলা ১১টার দিকে ‘কলমিলতা’ নামে কেটাইপ ফেরিটি মাওয়া ঘাটে এসে পৌঁছায়।
বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, বিকাল থেকে এই ফেরিতে গাড়ি পারাপার করার কথা রয়েছে।
তিনি বলেন, “ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ায় যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করার জন্য নতুন এই ফেরি ফেরি মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে যোগ করা হয়েছে।”
শুক্রবার বিকালে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান মাওয়া ঘাট পরিদর্শন করে যাত্রী দুর্ভোগ কমাতে এই রুটে নতুন দুটি ফেরি চলাচলের ঘোষণা দেন।
এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, অন্য ফেরি সুবর্ণলতার কাজ এখনো শেষ হয়নি।
কলমিলতা নিয়ে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ১৭টি ফেরি হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।