বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পদ্মানদীতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে প্রচণ্ড ঢেউয়ের কারণে এ স্পিডবোটডুবির ঘটনা ঘটে।
বিআইডাব্লিউটিসি মাওয়া অফিসের ম্যানেজার সিরাজুল হক জানান, সকাল সাড়ে ১০ টার দিকে প্রচণ্ড ঢেউয়ে ১১ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে যায়। সাত যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো চারজন নিখোঁজ রয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না বলেও তিনি জানান।
এদিকে ঢেউ আর ঝড়ো বাতাসে মাওয়ায় ফেরি সার্ভিস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ নৌরুটে চলাচলকারী ফেরিগুলোর মধ্যে ১০টিই বন্ধ রাখা হয়েছে।
শুধু দুটি রো রো ফেরি এবং দুটি ছোট ফেরি দিয়ে কোনোমতে যান পারাপার টিকিয়ে রাখা হয়েছে বলে জানান সিরাজুল হক।
মাওয়ায় লঞ্চও চলছে অন্যান্য দিনের চেয়ে খুবই কম।
ফলে মাওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।