ঝড়ো হাওয়া এবং নদীতে ঢেউয়ের প্রভাবে বুধবার রাতে একে একে মাওয়া-কাওড়াকান্দি রুটে চলাচলকারী ১৪টি ফেরির ১২টি বন্ধ হয়ে যায়।
রাত ১১টায় শুধু দুটি রো রো ফেরি গাড়ি পারাপার করছিলো। তবে তাও যে কোনো সময় বন্ধ হতে যারে বলে শঙ্কার কথা জানান বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার পর হতে ফেরি সার্ভিস সীমিত করা শুরু হয়।
“প্রচণ্ড ঢেউ ও বাতাসে ছোট ও মাঝারি ফেরিগুলো চলতে পারছিলো না। দুর্ঘটনা এড়াতে তাই এগুলো বন্ধ রাখা হয়েছে।”
ফেরির পাশাপাশি লঞ্চ ও অন্যান্য নৌ যান চলাচলও প্রায় বন্ধ।
এদিকে ফেরি সার্ভিস ব্যাহত হওয়ায় মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে সৃষ্টি হয়েছে যানজট।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।