Digital Bangladesh Warriors - fb.com/openbd
ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেছেন, ইব্রাহিম হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন জড়িত নন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে মাসিক অপরাধ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পুলিশ কমিশনার আরও বলেন, কেউ যদি জড়িত না থাকে, তাঁকে আমরা কেন জোর করে জড়িত করব। তাঁর বিরুদ্ধে যদি সাক্ষ্য-প্রমাণ পাওয়া যেত, তাহলে সে এমপি হোক আর যেই হোক না কেন তাঁকে ছেড়ে দেওয়া হতো না।
এ সময় পুলিশ কমিশনার সাংবাদিকদের সামনে শাওনের জড়িত না থাকার পক্ষে নানা ধরনের যুক্তি তুলে ধরেন।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলের গুলিতে দলীয় কর্মী ইব্রাহিম নিহত হন। এ ঘটনায় সাংসদের গাড়িচালক বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। ২ সেপ্টেম্বর পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়ে অপমৃত্যুর মামলাটি শেষ করে এবং এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে হত্যা মামলা দায়ের করে।
নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার চিন্তাভাবনার কথা জানিয়েছিল ডিবি। আদালতের নির্দেশে ইব্রাহিমের মৃত্যুর ব্যাপারে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে।
তবে ওই মামলায় নুরুন্নবীকে আসামি করা হয়নি।
ইব্রাহিম নিহত হওয়ার দুই দিন পর গত ১৫ আগস্ট রাজারবাগে এক অনুষ্ঠানে ইব্রাহিমের মৃত্যুকে ‘দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছিলেন কমিশনার শহীদুল হক। পরে আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, ইব্রাহিম হত্যাকাণ্ডের ঘটনায় সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলটি ব্যবহূত হলেও তাঁর বিরুদ্ধে মামলা করার কোনো সুযোগ নেই।
কমিশনারের এ বক্তব্য নিয়ে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন ইব্রাহিমের স্বজনেরা। তাঁরা মামলার নিরপেক্ষ তদন্ত নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।